আপনি "Real Football" গেম টি খেলতে পারেন। লিংক এখানে

সাইজ ৫০ এম্বি।

Talk Doctor Online in Bissoy App

"World Cricket Championship   2" এটি খুবই ভালো গেম।অ্যাপটির সাইজ ২০৮ এমবি।আপনি প্লে স্টোরে এটি পাবেন।

Talk Doctor Online in Bissoy App

**অনলাইন ফুটবল: "PES 2018". প্লে স্টোরে লেখলেই হবে। আর হ্যাঁ, ভিপিএন একটা চালু করে নিতে হবে। কারন, অ্যাপটা এখনো বাংলাদেশের জন্য সচরাচর হয় নি। আর আকার হচ্ছে প্রায়: 1500 এমবি।পুরোই অনলাইন গেম। আর সেইই।  **অফলাইন ফুটবল: "WE2012".এইটা আমার এক বন্ধুর মোবাইল থেকে নিয়েছি। তাই লিংক জানি না। লাগলে মন্তব্য করতে পারেন।এইটাতে অতিরিক্ত কোন কিছুই নামাতে হবে না। আর আকার হচ্ছে প্রায় 132 এমবি। অথবা 282 এমবি। 282 এমবি'র টা মোড অ্যাপ। 

Talk Doctor Online in Bissoy App
Call

Football 2018 - 29 mb।             |

               


এখান থেকে ডাউনলোড করে নিন


Talk Doctor Online in Bissoy App
MD Ashik

Call

ফিফা ২০১৮ ফুটবল গেইম মানেই ফিফা—এমনটা প্রায় প্রতিষ্ঠিত। প্রায় সব ফুটবল তারকা, স্টেডিয়াম, লিগ, ম্যানেজার থেকে শুরু করে দল, দলের সময়সূচি—সব কিছুই লাইসেন্স করা গেইম এটি। যার ফলে অন্য সব গেইম পেছনে ফেলে সর্বোচ্চ বাস্তবসম্মত ফুটবল উপহার দিতে সক্ষম ফিফা। ফিফা মোবাইলের অন্যতম আকর্ষণ হতে পারে ‘ওয়ার্ল্ভ্র কাপ’ মোড। নিজের মনমতো দল নিয়ে, দলের ম্যানেজমেন্ট নিজেই করে ওয়ার্ল্ড কাপ ঘরে তোলা যাবে ফিফায়। এ ছাড়া লিগ খেলা, অনলাইন ও অফলাইন মোড, ক্যারিয়ার আর খেলোয়াড় বনাম খেলোয়াড় ম্যাচ তো থাকছেই। গেইমটির গ্রাফিকস, ফিজিকস আর কন্ট্রোল খুবই উন্নতমানের। তবে মোবাইলের হার্ডওয়্যার হতে হবে শক্তিশালী, অন্তত কোয়াডকোর প্রসেসর আর ২ গিগাবাইট র‌্যাম চাই। খেলা যাবে বিনা মূল্যে; কিন্তু আছে ইন অ্যাপ পারচেস ব্যবস্থা। ডাউনলোড লিংক : https://goo.gl/aLdpa4 পিইএস২০১৮ প্রো ইভ্যালুশন সকার সব সময়ই ফিফার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী গেইম হয়ে থাকে ‘পিইএস২০১৮ প্রো ইভ্যালুশন সকার’, মোবাইলেও এর ব্যতিক্রম নয়। অনেকেই মনে করেন, এটি ফিফার চেয়ে অনেক ভালো মানের গেইম। বড়সড় সাইজের গেইমটিতে ম্যানেজার হয়ে গড়া যাবে দল। দলের জন্য মনমতো খেলোয়াড় বাছাই করে নেওয়া যাবে। ঠিক করে দেওয়া যাবে খেলার ধরন, মাঠের ফরমেশন। ম্যাচে দলের হয়ে খেলতেও হবে। সোয়াইপ কন্ট্রোল বা ভার্চুয়াল জয়স্টিক, যেটি পছন্দ সেই কন্ট্রোলই ব্যবহার করা যাবে। লিগ খেলা, মনমতো সাজানো টুর্নামেন্ট বা আন্তর্জাতিক ম্যাচ—সব ধরনের গেইম মোড রাখা হয়েছে। অনলাইনে বা লোকাল—দুই ধরনের মাল্টিপ্লেয়ার মোডও আছে। গেইমটি খেলা যাবে বিনা মূল্যে, তবে আছে ইন অ্যাপ পারচেস ব্যবস্থা। ডাউনলোড লিংক : https://goo.gl/xEY79q ড্রিম লিগ সকার ২০১৮ দল তৈরি থেকে নিজে খেলে দলকে বিজয়ী করা, সব কিছুই করা যাবে ড্রিম লিগ সকার গেইমে। অরেক দল, পূর্ণাঙ্গ টুর্নামেন্ট—সবই আছে। নিজে ম্যানেজার হিসেবে বাছাই খেলোয়াড় নিয়ে দল তৈরির সুবিধাও আছে এতে। গেইমে দেওয়া হয়েছে ছয়টি বিভাগে খেলার সুযোগ। মজার বিষয় হচ্ছে, ফ্রি গেইম হলেও ইন অ্যাপ পারচেইসের ওপর তেমন চাপ নেই। এতে অনলাইন সেভের সুবিধাও আছে, বারবার ডিভাইস বদলেও হারাবে না সেভ গেইম। ডাউনলোড লিংক : https://goo.gl/qZRKoL ফাইনাল কিক ২০১৮ ফুটবল খেলার স্বাদ নিতে চান, কিন্তু হাতে নেই পুরো ম্যাচ খেলার সময়? শুধু পেনাল্টি শুট করার গেইম ‘ফাইনাল কিক ২০১৮’ হতে পারে আপনার জন্য আদর্শ এক গেইম। শুধু গোলকিপারের সামনে দাঁড়িয়ে নির্দিষ্ট সময় সর্বোচ্চ গোল দেওয়াটাই এই গেইমের একমাত্র লক্ষ্য। গ্রাফিকসের দিক থেকে গেইমটি এগিয়ে রয়েছে। আছে অফলাইন টুর্নামেন্ট খেলার সুবিধাও, তবে অনলাইনেও প্রতিপক্ষের সঙ্গে খেলা যাবে। কন্ট্রোলের দিক থেকেও এগিয়ে আছে এটি। গেইমটি খেলা যাবে বিনা মূল্যে, তবে ইন অ্যাপ পারচেইস ব্যবস্থা রয়েছে। ডাউনলোড লিংক : https://goo.gl/1itcQJ ফুটবল ম্যানেজার মোবাইল ২০১৮ শুধু ফুটবলার হিসেবেই নয়, দলের ম্যানেজার হিসেবে সঠিক খেলোয়াড়গুলো বাছাইয়ের মধ্য দিয়ে শক্তিশালী দল তৈরি করাটাও বেশ মজার। সে কাজটিই করা যাবে ‘ফুটবল ম্যানেজার’ গেইমে। ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বেশির ভাগ লিগের দলগুলো আর আন্তর্জাতিক সব ফুটবল স্টার নিয়ে গেইমটি খেলা যাবে। ডাউনলোড লিংক : https://goo.gl/HKA6Av হেড সকার লা লিগা ২০১৮ ছোটবেলায় দুই বন্ধু মিলে ফুটবল খেলেননি এমন কাউকে পাওয়া যাবে না। এমন একজন বনাম একজন ফুটবল ম্যাচ খেলার গেইম ‘হেড সকার লা লিগা’। এটি স্পেনের লা লিগার আনুষ্ঠানিক গেইম, ফলে লা লিগার সব খেলোয়াড়ই এখানে দেখা যাবে। গেইমটি দেখতে অনেকটা পং গেইমের মতো, দুটি খেলোয়াড় একে অপরের জালে গোল দেওয়ার জন্য লড়বেন—সেভাবেই গেইমটি তৈরি করা হয়েছে। কিছুটা কার্টুন গ্রাফিকসের হলেও গেইমটি দ্রুত খেলে শেষ করে ফেলার জন্য খুবই আকর্ষণীয়। খেলা যাবে বিনা মূল্যে; কিন্তু ইন অ্যাপ পারচেইস আছে। ডাউনলোড লিংক : https://goo.gl/u4RBEU স্কোর! হিরো অত্যন্ত সহজ গেইমপ্লের ফুটবল গেইম ‘স্কোর! হিরো’। গেইমটি টুর্নামেন্ট বা লিডার বোর্ড নয়, বরং লেভেলের মাধ্যমে ক্যারিয়ার এগোতে থাকবে। প্রায় ৫৮০টি লেভেল থাকায় হঠাৎ করেই ক্যারিয়ার ফুরিয়েও যাবে না। থ্রি-ডি গ্রাফিকসের গেইমটিতে খেলা যাবে পূর্ণাঙ্গ ম্যাচ। টার্গেট করে বল মারাই নয়, স্ক্রিন টাচ করে বল কোন দিক দিয়ে যাবে তা নির্ধারণ করে দেওয়ার মাধ্যমে খেলা যাবে ফুটবল। ইচ্ছামতো ক্লাব বা দেশের দল নিয়ে খেলা যাবে। অন্যান্য গেইমের মতো স্কোর হিরো শুধু ফোনের জন্য নয়, ট্যাবলেটের জন্যও সুন্দরভাবে বানানো হয়েছে। গেইমটি খেলা যাবে বিনা মূল্যে; কিন্তু দেখতে হবে বিজ্ঞাপন আর ইন অ্যাপ পারচেইস তো আছেই। ডাউনলোড লিংক : https://goo.gl/sWvH7P সকার স্টার ২০১৮ মোবাইল গেইমের মূল লক্ষ্যই থাকে আইটেম বাড়ানো, সেগুলো ব্যবহার করে গেইমারের চরিত্র সাজানো বা ক্ষমতা বাড়ানো। সেটিই দিচ্ছে ‘সকার স্টার’। গেইমটিতে ক্যারিয়ার মোডের ম্যাচ খেলে খেলে সংগ্রহ করতে হবে জার্সি বা বলের মতো বিভিন্ন আইটেম। গেইমটিতে খেলা যাবে পূর্ণাঙ্গ ম্যাচ, তবে ম্যানেজার মোড নেই এতে। গেইমটি বিনা মূল্যে খেলা গেলেও, ইন অ্যাপ পারচেইসের ওপর বেশ জোর দেওয়া হয়েছে। ফলে খেলার সময় বুদ্ধি করে না খেললে আটকে যেতে হবে। গেইমপ্লে আর গ্রাফিকস সাধারণ মানের। ডাউনলোড লিংক : https://goo.gl/zBBR19 আল্টিমেট সকার মধ্যম মানের ফুটবল গেইম আল্টিমেট সকার। যারা সোয়াইপ বা স্লাইডের মতো আধুনিক কন্ট্রোলের চেয়ে ভার্চুয়াল বাটন আর স্টিক নিয়ে খেলতেই বেশি পছন্দ করেন, তাদের কাছে ‘আল্টিমেট সকার’ ভালো লাগবে। গেইমটিতে আছে এক হাজার জন খেলোয়াড়, ক্যারিয়ার মোড, এমনকি একটি অনুশীলন মোডও আছে; যাতে খেলোয়াড়দের স্কিল বাড়ানো যায়। গেইমটিতে খেলা যাবে পূর্ণাঙ্গ ম্যাচ। তবে নেই ম্যানেজার মোড। খেলার গতি কিছুটা মন্থর। গেইমটি পাওয়া যাবে বিনা মূল্যে, তবে আছে ইন অ্যাপ পারচেইস। ডাউনলোড লিংক : https://goo.gl/ZAU1Mx ওয়ার্ল্ড সকার লিগ পূর্ণাঙ্গ ম্যাচ, ২০০০ ফুটবল তারকা খেলোয়াড়, ৪টি গেইম মোড আর ১২০টি দল থাকার পরও ফিফা বা পিইএসের মতো জনপ্রিয় নয় ওয়ার্ল্ড সকার লিগ। দুর্দান্ত গ্রাফিকস, অ্যাচিভমেন্ট দেখার সুবিধা, লিডার বোর্ড—সব কিছুই আছে এতে। গেইমের কন্ট্রোল সহজবোধ্য; কিন্তু গেইমের গতি অন্যান্য ফুটবল গেইমের চেয়ে কিছুটা মন্থর। এই গেইমটিতে মনমতো দলের হয়ে ম্যাচ খেলা যাবে। গড়া যাবে বাছাই খেলোয়াড় নিয়ে দল। সে দলটি কোথায় খেলবে, সেই স্টেডিয়ামও মনের মতো করে তৈরি করা যাবে। গেইমটি খেলা যাবে বিনা মূল্যে। ডাউনলোড লিংক : https://goo.gl/tSpijN

Talk Doctor Online in Bissoy App