Untile

Call

আপনার টাবের প্লে স্টোরে যে ইমেইল দ্বারা লগ-ইন করা আছে তা দিয়ে লক খুলতে পারবেন| অথবা টাবটি রিস্টোর দিএও লক খোলা সম্ভব| ইমেইল দ্বারা লক খুলতে, প্রথমে কয়েক বার লক খোলার চেষ্টা করুন| যখন দেখাবে এই সময়ের মধ্য আপনি লক খুলতে পারবেন না, তখন খেয়াল করুন স্কিনের নিচের দিকে ইংরেজিতে লেখা পাসওয়াড ভূলেগেছি| তাতে ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুসরণ করুন| (অবশ্যয় ডাটা ক্যানেক্ট থাকতে হবে|)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

প্রথমেই ফোনটি ‍সুইচ অফ করুণ, এবার ব্যাটারি কয়েক সেকেন্ডের জন্য রিমুভ করুণ। এবার ব্যাটারি লাগিয়ে একসঙ্গে সিম্ফোনি কিংবা ওয়াল্টন ফোনের ক্ষেত্রে- “Up volume key (+)”, “Power button” চেপে ধরতে হবে যতক্ষণ Recovery Mode Screen না আসে। স্যামসাং ফোনের ক্ষেত্রে- ‘Up volume key (+)’, ‘Power button’ এবং ‘Home button’ চেপে ধরতে হবে যতক্ষণ Recovery Mode Screen না আসে। স্ক্রিনে আসা অপশন গুলোর মধ্য থেকে Wipe Data/Factory Rest অপশনটি সিলেক্ট করতে হবে। আর একটি কথা আপনাদের বলে রাখি। অপশন গুলো সিলেক্ট করার ক্ষেত্রে কোন স্ক্রিন টার্চ কাজ করবে না। এর জন্য আপনাকে Up volume key (-) বাটন দিয়ে সিলেক্ট করতে হবে এবং Up volume key (+) বাটন দিয়ে OK করতে হবে। Wipe Data Factory Rest অপশনটি OK করার পর আরেকটি স্ক্রিন আসবে এখানে Yes বাটন সিলেক্ট করতে হবে। এবার কিছু সময় অপেক্ষা করুণ রিসেট হওয়ার পর আপনার ফোন আপনা-আপনি চালু হবে, ততক্ষন পর্যন্ত অপেক্ষা করুণ। রিসেট করার সময় আপনাকে মনে রাখতে হবে- ১. ইন্টারনাল মেমোরি বা ফোন মেমোরিতে ইন্সটল করা সমস্ত অ্যাপ ও ডাটা হারিয়ে যাবে। ২. ফোন মেমোরিতে সেভ করা ফোন নাম্বার মুছে যাবে। ৩. আপনার প্রয়োজনীয় অ্যাপগুলো পুনরায় ইন্সটল করতে হবে। ৪. আপনার ফোনটি কাস্টমাইজ করা সমস্ত সেটিংস মুছে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ