Call

আপনি যেখান থেকে এপ্লাই করছেন ঐখানে যান কারন আমি যতটুকু জানি আপনাকে যে মেসেজটা পাঠানো হইছে । ঐ একই মেসেজ কম্পিউটারেও পাঠানো হয় ।

Talk Doctor Online in Bissoy App

অনলাইন আপনার আবেদন যদি সম্পূর্ণ হয়ে যায় তাহলে কোন সমস্যা হবে না। দুইটি এসএমএস আসে একটি ভর্তি আবেদনের ফি প্রদানের পর সাথে সাথে আসে যেটাতে একটি Application ID থাকে সেটা অনলাইনে আবেদনে লগ ইন করতে প্রয়োজন হতো আবেদন শুরুর ২/৩ পর্যন্ত এখন আর সেটা দরকার নাই। তাই ডিলিট হলে কোন সমস্যা হবে না। ২য় এসএমএস যেটা আসে সেটাতে একটি ৬ সংখ্যার সিকিউরিটি কোড থাকে এটা আবেদন আপডেট (আবেদনের শেষ তারিখ পর্যন্ত সর্বোচ্চ ৫ বার পছন্দক্রম পরিবর্তন করা যায়) করতে এবং ফলাফল প্রকাশিত হওয়ার পর ভর্তি কনফার্ম করার রেজিষ্ট্রেশন করতে প্রয়োজন হবে। যদি এই এসএমএস ডিলিট হয়ে যায় তাহলে বর্তমান ভর্তি ওয়েবসাইটে সিকিউরিটি কোড পুন:রুদ্ধারের অপশন দেওয়া হয়েছে প্রয়োজন তথ্য দিয়ে আপনি আপনার কোডটি উদ্ধার করতে পারবেন। অবশ্যই এই কোডটি ফলাফল প্রকাশের সময় আপনার মোবাইলে এসএমএস দিয়ে জানানো হবে।image

Talk Doctor Online in Bissoy App

চিন্তার কিছু নেই ভাইয়া। নিচের নিয়মটি অনুসরণ করুন ইনশা আল্লাহ পেয়ে যাবেন। ধন্যবাদ একাদশ শ্রেনীর ভর্তির জন্য  যারা অনলাইনে আবেদন সাবমিট করেও এখনো ৬ ডিজিটের পিন কোডটি পাননি তারা সরকারী ওয়েবলিংকে প্রবেশ করে নির্দেশিত ফরম পূরন করুন। http://app11.xiclassadmission.gov.bd/board/pinretrival নোট:শুধুমাত্র ১বার এই আবেদন করতে পারবেন। আবার যাদের মোবাইল নাম্বার পরিবর্তন করতে হবে তারাও সরকারী এই ওয়েবলিংকে প্রবেশ করে নির্দেশিত ফরম পূরন করুন। http://app11.xiclassadmission.gov.bd/board/mobretrival এ ব্যাপারে যে কোন হেল্প সরকারী website এ পাচ্ছেন।অনেকগুলো মোবাইল নাম্বার থেকে তথ্যসেবা দেয়া হচ্ছে। http://www.xiclassadmission.gov.bd/

Talk Doctor Online in Bissoy App

এসব কিছুই করা লাগবে না। এখন ভর্তি হতে সিকিউরিটি কোড লাগে না। ওই ওয়েব সাইটেও এই কথা বড় করে লেখা ছিল। আর আমিও ভর্তি হইছি কোন প্রকার সিকিউরিটি কোড লাগে নি

Talk Doctor Online in Bissoy App