Share with your friends
Call

HCl সমযোজী বন্ধনের দ্বারা গঠিত একটি গ্যাসীয় যৌগ।

Talk Doctor Online in Bissoy App
Call

HCl একটি সমযোজী যৌগ। কারণ এতে আছে ১টি হাইড্রোজেন ও ১টি ক্লোরিন।ক্লোরিনের শেষ কক্ষপথে ৭ টি ইলেকট্রণ থাকে। তাই হাইড্রোজেন ১টি ইলেকট্রন ক্লোরিন কে দানের মাধ্যমে তারা সমযোজী বন্ধনে আবদ্ধ হবে।তাই HCl একটি সমযোজী যৌগ।

Talk Doctor Online in Bissoy App
Porimolray

Call

একাধিক পরমানু ইলেকট্রন সেয়ার করে যে বন্ধন গঠন করে তাকে সমযোজী বন্ধন বলে।আর এক্ষেত্রে HCl সমযোজী যৌগের নীতিগুলো অথাৎ H ও Cl একত্রে মিলিত হয়ে সমযোজী যৌগ গঠন করে।তাই HCl একটি সমযোজী যৌগ।

Talk Doctor Online in Bissoy App
aktohin

Call

HCl একটি সমযোজী যৌগ হলেও H এবং Cl এর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের জন্য তা আয়নিক ধর্ম প্রদর্শন করে, যার কেমিক্যাল নাম হাইড্রোক্লোরিক এসিড। সাধারণ তাপমাত্রায় এটি গ্যাসীয় এবং জলীয় দ্রবণে শক্তিশালী এসিড।

রসায়নের আরও মৌলিক বিষয় জানতে পারেন InTotalBD এর রসায়ন পাতা থেকে।

Talk Doctor Online in Bissoy App