পিঁপড়ায় কামড়ালে আমরা ব‍্যাথা পাই কেনো? সাপের মধ‍্যে যে বিষ, সেই বিষ কি পিঁপড়ার মধ‍্যেও রয়েছে? থাকলে, তা কি পরিমানে? আর না থাকলে, পিঁপড়ার মধ‍্যে কোন ধরণের বিষ রয়েছে?


শেয়ার করুন বন্ধুর সাথে

Call

পিপরায় বিষ বলতে সেখানে এক ধরনের এসিড থাকে ।যার নাম formic acid .আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন যে ,পিপড়া কামড় দিয়ে তার লেজ ঘুরিয়ে ওই কামড় দেয়া স্থানে লাগিয়ে দেয় এবং ওইটা ক্ষতস্থানে ঢেলে দেয় । সেই কারণে আমরা ব্যাথা অনুভব করি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Porimolray

Call

পিপড়ায় যে বিষ থাকে তা আসলে ফরমিক এসিড। আর পিপড়া যখন কামড়ায় তখন দেখবেন নির্দিষ্ট একটা অঞ্চল ফুলে গেছে অথাৎ এসিড যতদূর প্রভাব বিস্তার করেছে ততখানি ফুলেছে। আর সেখানে ক্ষার/চুন প্রয়োগ করলে প্রশমন বিক্রিয়া ঘটাবে ফলে ব্যথা ও ফুলে যাওয়া রোধ হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ