কারন, আমরা যখন হাই বা হামি দেই তখন আমাদের মুখের ভিতর দিয়ে শয়তান প্রবেশ করে। এ ব্যাপার এ সহীহ মুসলিম শরীফে বর্ণিত হয়েছে।  عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا تَثَاءَبَ أَحَدُكُمْ، فَلْيُمْسِكْ بِيَدِهِ، فَإِنَّ الشَّيْطَانَ يَدْخُلُ» হযরত আবু সাঈদ খুদরী রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন, যখন তোমাদের কারো হাই আসে, তখন সে যেন নিজের হাত দ্বারা মুখ বন্ধ করে রাখে। নতুবা শয়তান তার মুখের ভিতরে  চলে যায়। {মুসলিম, হাদীস নং-২৯৯৫}

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

রাসূলুল্লাহ সা: বলেছেন,হাচি আসে আল্লাহর পক্ষ থেকে আর হাই আসে শয়তানের পক্ষ থেকে।তাই হাই আসলে যথা সম্ভব আটকিয়ে রাখার চেষ্টা করতে হবে।আর হাচি আসলে আল্লাহর শুকুর আদায় করতে হবে।......সূত্র:মুনতাখাব হাদিস।বিষয়টি আমাদের মসজীদের ইমাম সাহেবের দ্বার যাচাইকৃত।উনি একজন মাওলানা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ