Call

মুনাফিকের ৩টি বৈশিষ্ট্যর মধ্য এখানে একটিও প্রকাশ পাইতেছেনা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

মুনাফেকের অন্যতম একটি বৈশিষ্ট হলো মিথ্যা বলা। এ উক্তিটিতে মুনাফেকের এ বৈশিষ্টি চরমভাবে প্রকাশ পাচ্ছে। কারণ যখন রাসূলকে অপমান করা হবে তখন যদি তাকে জিজ্ঞেস করা হয় তুমি কি মুসলিম ? তখন সে বলবে আমি মুসলিম। অথচ রাসূলের অপমানে তার মাঝে কোনো বেদনা ব্যথা বা কোনো ভাবান্তর নেই। এ যে সে বললো, আমি মুসলিম বা সে যে নিজেকে মুসলিম মনে করছে এটা একটা মিথ্যাচার। কারণ কোনো মুসলিম নবীর অপমানে ব্যথাতুর না হয়ে পারে না। আর যে ব্যক্তি ব্যথিত হয় না সে মুসলিম নয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ