SChoolWab

Call

শরির দুর্বল। এজন্য আপনাকে ভিটামিন ও ক্যালশিয়াম যুক্ত খাবার বেশি খেতে হবে এবং ভালো কোন ডাক্তারের পরামর্শ নিয়ে ২-৪ মাস ঔষধ সেবন করুন। আল্লাহ ভরসা

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ভাই আমি মনেকরি আপনি কারো কথা না মেনে যত তারাতারি সম্ভব একজন ভালো ডাক্তারের পরমর্শ নিন। নিয়মিত ঘুমান খাবার খান, ব্যায়াম করুন আশাকরি দ্রুত সমাধান পাবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

এটি আপনার শারীরিক দূর্বলতার কারনে হচ্ছে,,,আপন যত তারাতারি সম্ভব অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা করান।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

★বয়স এবং শরীরের ক্ষমতা অনুযায়ী সহজপ্রাচ্য, পুষ্টিকর ও লঘু খাদ্য খাওয়া উচিত।

★বমির ভাব হলে কয়েক ফোঁটা পেঁয়াজের রস সামান্য গরম পানিতে মিশিয়ে খাওয়া উচিত।
★মাথাধরা থাকলে কপালে পেঁয়াজের রস মালিশ করা উচিত বা কয়েক ফোঁটা রসুনের রস নস্যির মতো নাকে টানলে মাথাধরা সেরে যাবে।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

একদম Same.আমারো এমন সমস্যারর জন্য ৭দিন থেকে ঔষধ খাচ্ছি।ইনশাল্লাহ এখন শুবিধার মাঝেই আছি।আপনিও চাইলে এই ঔষধ গুলো খেতে পারেন। (১)prevas 20 mg.......সকালে ও রাতে ১ মাস।খালি পেটে। (২)Omidon.......সকালে,দুপুরে ও রাতে......১০ দিন।খালি পেটে। ইনশাল্লাহ ভাল হয়ে যাবে।.......(ভাই ৭০০ টাকা ভেজেট দিয়ে প্রেস্ক্রিপশন করে নিয়েছি)।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনার বোধহয় গ্যাস্টিক এর সমস্যা হয়েছে।গ্যাস্টিক হলে এমন সমস্যা হয়।আপনার উচিত গ্যাস্টিক বাড়ে এমন খাবার না খাওয়া,প্রতিদিন ঘুম থেকে উঠে খালি পেটে আয়রন পানি পান করা,নিয়মিত গ্যাস্টিক নিরুধক ট্যাবলেট খাওয়া।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

বেশি পানি পানের অভ্যাস করুন আর জিও ভিটা সিরাপ খান

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনার কিমি হয়েছে এজন্য বমি আচ্ছে এবং খাবার পরে অরুচি|আপনি কিমি বড়ি খান তাহলে ঠিক হয়ে যাবে|

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি প্রেশার চেক করুন।লো প্রেশারের ক্ষেত্রে মাথাঘোড়া,খাবারে অরুচি দেখা দেয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ