আমি রাগ করলে কখনোই তা ভাঙ্গানোর চেষ্টা করতো না যাকে আমি ভালোবাসতাম । সবসময়ই বলতো যে, সে নাকি জানেনা কীভাবে কারো রাগ ভাঙ্গাতে হয় ।  আজ এরই জের ধরে আমি ব্রেক আপ করে নিই । কিন্তু কিছুতেই থাকতে পারছি না তাকে ছাড়া আবার তাকে কিছু বলতেও পারছি না । আমি পুরোপুরিভাবেই নিশ্চিত যে সে আমার প্রতি এখন অনেক বিরক্ত তাই আমি যদি ফিরে যাওয়ারও চেষ্টা করি তারপরেও সে আমায় ফিরিয়ে দিবে । আমি চাইনা তাকে আমি মনে করি । এখন কি করব তাকে ভুলে থাকার জন্য? ওর কোনো স্মৃতিই আমার কাছে রাখিনি ।  এখন সবার থেকে একটা ভালো মতামত চাচ্ছি যে, কীভাবে তাকে ভুলে থাকতে পারি? ০১ জুলাই থেকে আমার কলেজের ক্লাস শুরু হবে তাই আমি চাই ভালোভাবে পড়তে আর এখন এসব রিলেশনে ডুকতে চাইনা । 
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আপনি ওর খারাপ দিকগুলো ভাবুন আর ফেইসবুকে ওকে অপমান করার উদ্দেশ্যে পোষ্ট দিন তাহলে ধিরে ধিরে সে আপনার মন থেকে ডিলেট হয়ে যাবে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

সবসময় নিজেকে ব্যাস্ত রাখার মাধ্যমে আপনি তাকে ভুলে থাকতে পারবেন। যেহেতু কিছুদিনের মধ্যে আপনার কলেজের ক্লাস শুরু। আপনি কলেজে গিয়ে নতুন নতুন বন্ধুদের সাথে পরিচিত হন। দিনের বেশিরভাগ সময় তাদের সাথে সময় দেওয়ার চেষ্টা করুন। ক্লাসে স্যারের কথা মনোযোগ দিয়ে শুনুন। বাড়িতে প্রতিদিনের পড়া প্রতিদিন করবেন। অবসর সময়ে গল্পের বই পড়ুন এছাড়া বিস্ময় ব্যাবহার করতে পারেন। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন এতে আপনি সারাক্ষণ ব্যাস্ত থাকবেন। নিজের জীবনের লক্ষ নিয়ে ভাবুন। নিজেকে সম্মানিত করার চেষ্টা করুন। একদিন মেয়েরা আপনার পিছে পিছে ঘুরবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Porimolray

Call

আপনি বর্তমানে পড়ালেখাকে গুরুত্ব দেন অথাৎ নিজের পায়ে দাড়াতে যেগুলো দরকার সেগুলোই করতে হবে । **আপনি-যেকোন ১টা অপশন নিবেন #প্রেম করব #নিজের পায়ে দাড়াবো যদি দেখেন যে ২য় টি আপনার কাছে মুল্যবেশি তাহলে সব ছেড়ে শেখার প্রচেষ্টায় থাকুন দেখবেন আপনার মনে অন্য কারও ভাবনা আসবে না তবে এর জন্য চাই দৃঢ় প্রতিজ্ঞা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি এতো সহযে আপনার প্রেমিকাকে ভুলতে পারবেন না। আপনি যখনিই ভাববেন যে তাকে ভুলে যাবেন তখন আরো বেশি তার কথা মনে পড়বে। আপনি ভুলে যাবেন- এধারনা মাথায় থাকবে, মনে নয়। ছোট ভাই বা বোন থাকলে তাকে বলুন আমি তোকে খখুব ভালোবাসি, তাদের সাথে গল্প করুন। বাবা মাকে আরো বেশি সময় দিন। মায়ের ভালোবাসায় ভরা স্নিগ্ধ ভরা হাতের পরশ যদি আপনার মাথা ছুয়ে যায়, আপনি পৃথবীর সকল দুঃখ কষ্ট ভুলে যাবেন। মা বাবা স্বপ্ন পুরনে নিজেকে উজার করে দিন। ব্যাস্ততা আর সময়ের বহমান গতি আপনাকে সমস্ত কিছু ভুলে যেতে সহায়তা করবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

সময় সব ঠিক করে দেয়। Time heals almost everything. Give time time।ব্রেক আপের পর কিছু সময় যাকে ভালোবাসেন তাকে চাইলেও ভুলতে পারবেন না। সম্ভবই না। কাজের চাপে হয়তো সাময়িক ছুটি নেবে সে চিন্তা থেকে।কোন কিছু নিয়ে ডুবে থাকলে হয়তো মনে হবে ভুলে যাচ্ছি।মনে আসছে না। কিন্তু যখন আবার বন্ধুবান্ধব, পরিবার, কাজ শেষে একা হয়ে যাবেন সে চলে আসবে সামনে। বিভিন্ন ভাবে নিউরনে রয়ে যাওয়া তার মুখ, কথা, হাসি মনে পরবে। মনে মনে বলবেন- হে ঈশ্বর কতটা চোখের জলে সব কষ্ট ধুয়ে মুছে যায় বলতে পারো? কিন্তু বেশ কিছু সময় যখন চলে যাবে তখন মন মেনে নেয়, প্রতিবাদ করে না। আর আমি ব্যাক্তিগত ভাবে বিশ্বাস করি-- যার সাথে কিছু হয় নাই তা সেটা যে কারনেই হোক ভালোর জন্য হয়েছে। হয়তো আপনার কষ্ট হচ্ছে। মনে হচ্ছে সেই পারফেক্ট ছিল কিন্তু যখন সে থাকলোই না মেয়ে নেয়াই ভাল। ভেবে কি হবে?? পাবেন তাকে?? জীবনে চলে আসবে?? আসবে না। পাবেন না। তাই মেনে নিলে আপনি নিজে ভাল থাকবেন। জীবন একবার পাই আমরা সবাই। কাজেই অতীতের মানুষ নিয়ে ভাবনা চিন্তা বেশি করলে বর্তমান বিষাক্ত হয়ে যায় , ভবিষ্যৎ নতুন কারো হাত ধরে শুরু করা যায় না। কাজেই সিধান্ত নিজেকেই নিতে হবে । শরৎ চন্দ্রের দেবদাস হয়ে থাকব নাকি অতীত জীবন ভুলে সুন্দর করে নতুন ভাবে শুরু করব!

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ