Call

আমি আপনাকে প্রথমে সাজেস্ট করবো যে, আপনার মা-বাবাসহ আপনি, আপনার পড়ার নিকটস্থ কোনো জায়গায় বাসা করে যান। এটা যদি সম্ভব না হয়, তাহলে আপনি আপনার মা-বাবাকে এভাবে বুঝান যে,  →হে! মা-বাবা ভালো পড়া-লেখার পাশাপাশি ভালো প্রতিষ্ঠানেরও প্রয়োজন আছে। তাই, আমাকে দূরে যেতে হবে, যদি ভালো কিছু অর্জন করতে হয়।  →তাই, আপনারা আমাকে নিয়ে চিন্তা করবেন না। আমি সেখানে সবসময় পড়ায় ব্যস্ত থাকবো। কোনো অসৎপথে মোটেও পা বাড়াবো। আর, রাজনীতির ব্যাপারটা আপনার উপর ছেড়ে দিলাম। অবশ্য, এটাই আসল ফ্যাক্ট। কেননা, এ জন্য মা-বাবার বেশি চিন্তা হয়। তাই, এটা আপনি নিজেই সমাধান বা বুঝিয়ে দিবেন মা-বাবাকে। →আর, দূরে কোথাও পড়তে গেলে, অন্তত পক্ষে প্রতিদিন দুই বার মা অথবা বাবার অথবা উভয়ের সাথে কথা বলবেন বলে। তা বুঝাবেন। এভাবে, আপনি দূরে কোথাও গেলে, আশাকরি আপনার মা-বাবা চিন্তা কম করবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ