শেয়ার করুন বন্ধুর সাথে

না এতে ক্ষতি হয় নাহ।তবে বেশি পরিমান খাবেন নাহ।কোন জিনিষ বেশি খাওয়া ভালো নাহ। কাচা ঝিনুক খাওয়ার উপকারিতা: প্রোটিন: ঝিনুকে প্রচুর পরিমাণ প্রোটিন থাকে । প্রতিদিন এক কাপ ঝিনুক আপনার দেহের দৈনন্দিন প্রোটিনের চাহিদা মেটায়। ভিটামিন A: ভিটামিন A-তে সমৃদ্ধ ঝিনুক । এতে থাকা ২৪০ ইন্টারন্যাশনাল ইউনিট মানুষের শরীরে ৮-১০ শতাংশ ভিটামিন A-র চাহিদা মেটায় । হাড় শক্ত করে: হাড় মজবুত করতে ঝিনুকের জুড়ি মেলা ভার । গবেষণায় প্রমাণিত হয়েছে, অস্টিওআরর্থাইটিসের সমস্যা মোকাবিলায় ঝিনুক অত্যন্ত উপকারী । শুধু তাই নয়, নিয়মিত ঝিনুক খেলে দাঁত ও হাড় সংলগ্ন টিস্যুগুলোও শক্ত হয় । সবুজ ঝিনুকে প্রচুর পরিমাণে আয়রন থাকায় এটি বাতের ব্যথা ও শরীরের স্টিফনেস সারাতে সহায়ক । প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে: দেহের প্রতিরোধ ক্ষমতা বাড়িতে তুলতে ঝিনুক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । সেইসঙ্গে সবুজ ঝিনুক পেশি, টিস্যু ও কোশকে চাঙ্গা করে তোলে, যা স্নায়ুর বিকাশে সহায়ক। অ্যাস্থমা রোগীদের জন্য ঝিনুক অত্যন্ত উপকারী ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

ক্ষতি হয় না তবে এটা খাওয়া হারাম।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ