ফটোশপ এর অনেকগুলো ভার্সন রয়েছে। কিন্তু কোন ভার্সন আমার জন্য ভালো হবে আমি বুঝতে পারছিনা। আমি নরমাল ফটকেফ স্টাইলিশ করতে চাচ্ছি। এবং প্রফেশনাল ফটোগ্রাফার হতে আমাকে কোন ভার্সন শিখতে হবে? 


a) Photoshop 7.0

b) Photoshop CC

c) Photoshop CS6

Or Other...


দয়া করে আপনার মূল্যবান মতামত দিয়ে আমাকে সহযোগিতা করুন।


Share with your friends

বিভিন্ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে ফটোশপ 7.0 ভার্সন ব্যবহার করে।তবে photoshop cc হচ্ছে লেটেস্ট ভার্সন। photoshop cs6 ব্যবহার করে অনেক ভাল কাজ করা যায়।তবে আমার মতে Photoshop CS6 শেখা টাই ভাল হবে।

Talk Doctor Online in Bissoy App
almasali

Call

আপনি cs6 এর কাজ শিখেন।অন্যান্য ভার্সন গুলোর তুলনায় এর কাজ একটু জটিল মনে হলে ফলাফলের দিক দিয়ে ভাল।

Talk Doctor Online in Bissoy App
SChoolWab

Call

আপনি যদি ভিডিও টিউটোরিয়াল দেখে শিখতে চান, তাহলে আমি বলবো, আপনি অবশ্যই এডোবি এর লেটেস্ট ভার্শনের সফটওয়্যার দিয়েই শিখুন। কারণ, ইউটিউবে অধিকাংশ টিউটোরিয়ালই লেটেস্ট ভার্শনেই করা। লেটেস্ট ভার্শনের ফিচারগুলায় আপনাকে শিখতে এবং কাজের গতিকে আরো বাড়িয়ে দিতে সাহায্য করবে।

Talk Doctor Online in Bissoy App

Adobe photoshop 0.7 Adobe photoshop cS6 Adobe photoshop CC Best 

Talk Doctor Online in Bissoy App