আমার বয়স ১৭ আমি প্রায় ২০ দিন আগে মাথার চুলে মধু,ডিম,পিয়াজের রস ও নারিকেল তেল সহো পেষ্ট বানিয়ে মাথায় ম্যাসেজ করছি কিন্তু এখন লক্ষ করতেছি আমার ৩ থেকে ৪ টা চুল পেকে গেছে এখনতো আমার বাকি চুল গুলোও পেকে যাবে তাই সবার হেল্প চাই কি করলে এই চুল পাকা থেকে মুক্তি পাবো?
শেয়ার করুন বন্ধুর সাথে

নিচের উত্তরটি দেখুন। আশা করি উত্তর পেয়ে যাবেন। http://www.bissoy.com/491612

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Sam

Call

আপনি রাতে যথেষ্ট পরিমাণে ঘুমান , একদম টেনশন করবেননা আর আপনি এই লিংকের উত্তর দেখুন আশাকরি আপনার সমস্যা সমাধান হয়ে যাবে- https://www.bissoy.com/308391/

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

দারুন সমস্যা!! প্রতিদিন ৪ চা চামচ নারিকেল তেলের সাথে আড়াই চা চামচ লেবুর রস মিশিয়ে উক্ত মিশ্রণ চুলের গোড়ায় এবং মাথার চামড়ায় লাগান। দুই সপ্তাহের মধ্যেই পাকা চুল কালো হয়ে উঠবে। তার পাশাপাশি আপনার মাথার চামড়া সুস্থ থাকবে, খুশকি হবে না এবং চুলও হবে উজ্জ্বল। (ইনশাল্লাহ) সূত্র : বাংলাদেশ প্রতিদিন। (আনলাইন)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ