কোন ছাত্রাবাসে ৪০ জন ছাত্রের ৩০ দিনের খাবার আছে। ৫ দিন পর আরও ১০ জন ছাত্র চলে আসলে অবশিষ্ট খাবার তাদের কতদিন চলবে??
শেয়ার করুন বন্ধুর সাথে

অবশিষ্ট খাবার ২০ দিন চলবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

যেহেতু ৫ দিন চলে গেছে।  সেহেতু ৫ দিন পর থেকে হিসেব করতে হবে। ৫ দিন পার হওয়ায় বাকি থাকে (৩০-৫)= ২৫ দিন। ৪০ জনের সংগে আরও ১০ জন যোগ দেয়ায় মোট ছাত্র সংখ্যা হলো (৪০+১০)= ৫০ জন।                 ৪০ জনের খাবার আছে ২৫  দিনের অতএব   ১      ।।      ।।       ।।      (২৫*৪০)।।  অতএব   ৫০  ।।       ।।       ।।     { (২৫*৪০)/৫০} ।।                                                     = ২০ দিনের।  উত্তর: অবশিষ্ট খাবার তাদের ২০ দিন চলবে। বিশেষ দ্র: কোন সমস্যা মনে হলে প্রশ্ন করতে পারেন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ