Call

পৃথিবীর অন্যতম ঝামেলাপূর্ণ দায়িত্ব হলো পরিবারের বড় ভাই/বোন। বাবা-মায়ের পরে বড় ভাই/বোনেরাই পরিবারের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে থাকেন। আপনি বড় ভাই/বোন হলে অসংখ্য ঝামেলায় পড়বেন এবং আপনাকে তা মোকাবিলা করতেই হবে। 

আপনার দায়িত্ব হলো-

  • প্রতিটি কাজে পরিবারকে সাহায্য করা। 
  • পরিবারের সংকটময় মুহূর্তে শান্ত থাকা। 
  • যেকোনো বিষয়ে পরিবারের নির্ভরযোগ্য আস্থা হওয়া। 
আপনাকে কিছু বিষয় সহ্যও করা লাগবে-
  • মা-বাবার কাছ থেকে অপদার্থ, গাধা টাইপ কথা
  • ছোট-ভাইবোনের ক্যাঁচক্যাঁচানি
  • আত্মীয়-প্রতিবেশীর উপদেশ
এক্ষেত্রে আপনার যা গুণ থাকা লাগবে-
  • ধৈর্য
  • সততা
  • মিষ্টভাষীতা
  • দায়িত্বশীলতা
  • কর্মদক্ষতা
  • সক্রিয়তা
আমি নিজেও বড় বোন। এবং জানি কতটা জ্বালা এই বড় বোন হওয়া।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Porimolray

Call

*পরিবারের বড় ভাই/বোনের প্রায় ক্ষেত্রেই ত্যাগ স্বীকার করতে হয় *ছোটদের স্নেহ,শাষন,লেখাপড়া ইত্যাদিতে সাহায্য *নিজের ভাগের খাবার ছোটদের বিলিয়ে দেয়া *পরিবারের জন্য চিন্তা বা সময় দেয়া *প্রয়োজন যেকোন উপায়ে অর্থ উপার্জন করে পরিবারকে সাহায্য *সকল কাজে অংশ ইত্যাদি গুন বড়দের মাঝে থাকা আবশ্যক

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ