Call

হাদিস কাকে বলে?

রসুল(সাঃ) যা বলেছেন,যা করেছেন ও সাহাবীদের করিতে বা বলিতে দেখিয়া নিষেধ করেন নাই,তাই হাদিস।(মেশকাত শরীফ)

এখানে একটি পয়েন্ট সাহাবাদের করা ও বলা।আমরা জনি,সাহাবারা রসুল(সাঃ) এর কোনো আদেশ ছাড়া কিছু করেন ও বলেন নাই।তাহলে আপনার কথাও ঠিক,আবার এক ভাইয়ের কথাও ঠিক।না বুঝলে মন্তব্য করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

الحديث هو اعم ان يكون قول الرسول صلي الله عليه و  سلم من قول او فعل او تقدير و كذااك يطلق علي قول الصحابي و التابعي و  فعلهما تقريرها হাদিসের সংজ্ঞায় মুফতি আমীনুল ইহসান রহঃ বলেন, হাদীস একটি ব্যাপক অর্থবোধক শব্দ। সাধারণত হাদিস শব্দটির মাধ্যমের রাসূল সাঃ, সাহাবায়ে কেরাম ও তাবেয়ীগণের বাণী, তাদের কর্ম ও মৌনসম্মতিকে বুঝানো হয়ে থাকে।যে সকল হাদিস সরাসরি রাসূল সাঃ থেকে এসেছে তাকে মারফূ হাদিস বলা হয়। আর তা নিঃসন্দেহে আমলযোগ্য ও দলীল গ্রহণীয়।পক্ষান্তরে কোনো সাহাবীর সে সকল কাজ যাতে  কোনো চিন্তা-ভাবনা অথবা গবেষণার অবকাশ থাকে না, তাও মারফু হাদীসের অন্তর্ভুক্ত। আর যে সকল হাদিস সাহাবী হতে বর্ণিত হয়েছে, ( তিনি হাদিসটি রাসুল সাঃ হতে শুনেছেন কিংবা হাদিসে 'রাসুল সা: বলেছেন ' এমন কোনো কথা উল্লেখ করেন নি) তাকে হাদিসে মাওকুফ বলা হয়। মুজতাহিদ সাহাবীর বর্ণিত হাদিস ঐ সময় শরীয়তে গ্রহণযোগ্য ও দলিল হবে যখন এ বিষয়ে কোনো 'নস'( কোনো বিপরীত হাদিস) না থাকবে। মোদ্দাকথা, সাহাবীগণ শরীয়তের সকল বিষয়ে রাসুল সাঃ কে সরাসরি দেখে দেখে আমল করেছেন। তারা রাসুল সা: এর কথার খেলাফ কোনো আমল করেন নি। তিনি যা বলেছেন, তাই তারা আমল করেছেন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ