Anynomous

Call

প্রত্যেকটা আপেলকে সমান পাচঁ ভাগে ভাগ করব প্রথমে। তাহলে চারটা আপেল থেকে আমি মোট ৪*৫=২০ টা আপেলের টুকর পাবো। এরপর আমি ২০ টুকরো আপেলকে ৫ জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে পাবে ২০/৫=৪ টা টুকরো। বিঃদ্রঃ প্রশ্নকর্তা কোন শর্ত আরোপ করেনি। তাই আমি এভাবে ভাগ করেছি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

যে‌হেতু আপ‌নি আপেল কাট‌তে পার‌বে কি না তা ব‌লেন নি । ধ‌রি আপ‌পেল কাট‌তে পার‌বে । তাহ‌লে এক‌টি আ‌পেল কে পাঁচখন্ড কর‌লে চার‌টি আ‌পে‌লে হ‌বে বিষ খন্ড । পাঁচজন‌কে চার খন্ড ক‌রে দি‌তে পার‌বেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

একটা টেবিলে আর চারটা প্রিজে চারটি মিলে হয় মোট ৫ টি আপেল। সুতরাং প্রত্যেকে ১ টি করে আপেল পাবে সহজ হিসাব। প্রশ্নে উওর আছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ