Call

প্রায় অনেক জিনিস যেমন ,নিজের আবেগ বিবেক,ধর্ম,ইমান,আদর্শতা আর সবচেয়ে যেইটা জরুরী তা হলো "সময়", সময়কে কখনই হারানো উচিৎ হয় ,একবার যদি সঠিক সময় চলে যায় তবে তা াববার পুনরায় ফেরত নাও আসতে পারে...??

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

চারটি,,,,,ধর্ম, ধৈর্য,,, ন্যায়,নীতি

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Porimolray

Call

*বন্ধুত্ব হারাতে নেই। বন্ধুত্ব হারালে আপনি নিজেই বুঝতে পারবেন কারন বন্ধু অনেক সময় অনেক উপকার করে থাকে *অযথা অর্থ নষ্ট করলে এর প্রভাব পরবর্তীতে পড়বে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আমার মতে জীবনের বেশ কিছু জিনিস আছে যা হারাতে নেই। যেমন-

  1. অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতাঃ চর্চায় না থাকলে জ্ঞান অতি সহজেই হারিয়ে যেতে পারে। অমূল্য এই সম্পদ যদি হারিয়ে যায় তা পুনরুদ্ধার অতি কষ্টকর হতে পারে। 
  2. বিশ্বাসঃ কেউ আপনাকে বিশ্বাস করলে সেই বিশ্বাস যদি আপনি হারিয়ে ফেলেন তাহলে তা আর কোনোদিনই ফেরত পাবেন না। 
  3. আত্মবিশ্বাসঃ একবার যদি নিজের ওপর থেকে আস্থা চলে যায় তাহলে এমন কিছু পরিস্থিতিতে পড়বেন যে আত্মবিশ্বাস ফিরিয়ে আনার সুযোগই পাবেন না। 
  4. মর্যাদাঃ বিশ্বাসের মতই যদি আপনার যে মর্যাদা ছিল তা কোনো কারণে নষ্ট হয় তা আর কখনোই ফেরত পাবেন না।
  5. ভালোবাসাঃ এটিও বিশ্বাস এবং মর্যাদার মত। একবার আপনাকে কেউ ভালোবাসল এবং পরে তা কমে গেলে আপনি আর তা ফেরত পাবেন না। 
  6. লক্ষ্যঃ একবার আপনি লক্ষ্য হারিয়ে পথভ্রষ্ট হলে আর কোনোদিন সঠিক পথে ফেরত আসতে পারবেন না। 
এসব জিনিস কখনো হারাতে নেই। থাকতেই তাকে আঁকড়ে রাখতে হয় যেন না হারায়।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

★তিনটা জিনিস কখনোই ছেড়োনাঃ নামাজ, কুরআন তিলাওয়াত ও সত্‍কর্ম।
★তিনটা জিনিস একেবারেই ছেড়ে দাওঃ মিথ্যা, অহংকার ও অলসতা।
★তিনটা জিনিস কখনোই হারাবে নাঃ আশা, সততা ও বিশ্বাস।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
amirupu

Call

আমার মতে

আপনার বিশ্বাস। মানে আপনাকে একজন খুব বিশ্বাস করে।সেটা ভাংগা উচিৎ না।আর সেইটা হারালে আনতে খুব কষ্ট বলতে গেলে রেয়ার প্রায়।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ