Call
চুল কালারের সাথে রোজা ও নামাজের কোন সমস্যা হবে না তবে চুল কালার না করাই ভালো
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

না।এতে কোন সমস্যা হবেনা।কিন্তু আপনি এমন কিছু দেবেন না যাতে আপনার চুল না ভিজে।আবার শুধু চুলই নয় তাছাড়া আপনি হাতে নখবালিশও দিতে পারবেন না।কেননা তা ভিজবেনা।আর চুল কালারিং করলে কোন সমস্যা হবেনা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ভাই ! চুল কালার করা অন্যায় কাজ। এ ব্যাপারে হাদীসে নিষেধাজ্ঞা এসেছে। সুতরাং চুলে কোনো ধরনের কালার করাই বৈধ হবে না। আর কালারের কারণে যদি চুলের উপর আবরণ পড়ে এবং এ কারণে চুল না ভিজে তাহলে ফরজ গোসল হবে না। ফলে সে আবস্থায় নামাজ পড়লে নামাজ আদায় হবে না। তবে যদি আবরণ না পড়ে তাহলে তাতে নামাজ রোযা সবই হবে। এ কালার নামাজ রোযার জন্য প্রতিবন্ধক হবে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ