সন্ধিবিচ্ছেদ করে দিন যথাযথ উত্তর সহ
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

মৃৎ+ময়= মৃন্ময় 


ঙ,ঞ,ণ,ন,ম পরে থাকলে পূর্ববর্তী অঘোষ অল্পপ্রাণ স্পর্শ ধ্বনি সেই বর্গীয় ঘোষ স্পর্শধ্বনি কিংবা নাসিক্যধ্বনি হয়। 

যেমন 

তৎ+মধ্যে = তন্মধ্যে  


লক্ষণীয় 

এরুপ ক্ষেত্রে সাধারণত নাসিক্য ব্যণ্জ্ঞনই বেশি প্রচলিত । যেমন 

তৎ+ময়= তন্ময় 

মৃৎ+ ময়= মৃন্ময় 


আশা করি বুঝাতে পেরেছি।


তথ্যসূত্র: নবম-দশম শ্রেণির বাংলা ভাষার ব্যাকরণ বই 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

নিয়ম-ঙ, ঞ, ণ, ন, ম পরে থাকলে পূর্ববর্তি অঘোষ অল্পপ্রাণ স্পর্শধ্বনি সেই বর্গীয় ঘোষ ঘোষধ্বনি কিংবা নাসিক্যধ্বনি হয়। মৃন্ময়=মৃৎ+ময় এখানে ম এর পূর্বে অঘোষ অল্পপ্রাণ স্পর্শধ্বনি ত রয়েছে তাই ত এর জায়গায় ত বর্গের নাসিক্যধ্বনি ন হয়েছে। ত+ম=ন্ম হয়েছে।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ