Call

ভাল প্রশ্ন!


  • RSM - Regional Sales Manager
  • ASM - Area Sales Manager
  • TSM - Territory Sales Manager
  • SR - Sales Representative 
  • MRP - Maximum Retail Price
  • LPC - Least Preferred Co-worker

এই Term গুলোর বিভিন্ন রকম Elaboration আছে। আপনার চাহিদা অনুযায়ী আমি চেষ্টা করেছি Marketing/ Sales বিষয়ক Elaboration দিতে। 
Elaboration গুলো দেখেই অর্থ টা বোঝা যায়। যদিও Region, area আর Territory এদের অর্থ প্রায় এক। এগুলো দিয়ে অঞ্চল, এলাকা ইত্যাদি বুঝায়। কিন্তু কোম্পানি ভেদে এদের আলাদা অর্থ থাকতে পারে। Regional এর চাইতে Teritorry হয়তো ছোট এলাকা বুঝাবে। 
Sales Representative হল তারা যারা Field এ ঘুরে ঘুরে বাজারে পণ্য সরবরাহ করে, অর্ডার নেয়, নতুন মার্কেট ধরে।
MRP হল প্যাকেটের গায়ে লেখা সর্বোচ্চ মূল্য। এর চাইতে বেশি দামে দোকানী একটা পণ্য বিক্রি করার ক্ষমতা রাখে না। আর LPC বলতে এমন কাউকে বোঝায় যার সাথে বা অধীনে কাজ করার চাইতে অন্য কাউকে প্রাধান্য দেয়া হয়। মানে সে হল least preferred বা সবচেয়ে কম পছন্দনীয় সহকর্মী। 
ধন্যবাদ। 
(বিস্তারিত আলোচনা করতে পারলাম না বলে দুঃখিত)
Talk Doctor Online in Bissoy App