পুরুষেরা কম জাহান্নামে যাবে এই ধরনের তথ্যের কোনো সত্যতা নেই।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

জি, ভাই ! পুরুষ জাহান্নামীদের তুলনায় নারী জাহান্নামীদের সংখ্যা বেশি হবে। সহীহ বুখারীসহ অনেক হাদীস গ্রন্থে বিষয়টি বর্ণিত হয়েছে। সহীহ বুখারীর হাদীস নম্বর ৩২৪১। আর এ তারতম্যের উত্তরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। সাহাবীরা এ ব্যাপারে প্রশ্ন করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয়। অনুগ্রহকে অস্বীকার করে। যদি তুমি তাদের কাউকে সারা জীবন অনুগ্রহ করো এরপর সে যদি কোনো দিন তোমার থেকে সামান্য ব্যতিক্রম কিছু পায় তবে সে বলবে, তোমার থেকে আমি কখনো ভালো কিছু দেখলাম না। সহীহ বুখারী, হাদীস ১০৫২। হাদিসের মূলপাঠ নিম্নরূপ :


فعَنْ عَبْد ِاللَّهِ بْنِ عَبَّاسٍ قال قال رسول الله صلى الله عليه وسلم : ( َأُرِيتُ النَّارَ فَلَمْ أَرَ مَنْظَرًا كَالْيَوْمِ قَطُّ أَفْظَعَ وَرَأَيْتُ أَكْثَرَ أَهْلِهَا النِّسَاءَ ) قَالُوا :  بِمَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ : ( بِكُفْرِهِنَّ ) قِيلَ : يَكْفُرْنَ بِاللَّهِ ، قَالَ : ( يَكْفُرْنَ الْعَشِيرَ وَيَكْفُرْنَ الإِحْسَانَ لَوْ أَحْسَنْتَ إِلَى إِحْدَاهُنَّ الدَّهْرَ كُلَّهُ ثُمَّ رَأَتْ مِنْكَ شَيْئًا قَالَتْ مَا رَأَيْتُ مِنْكَ خَيْرًا قَطُّ ) رواه البخاري 1052 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ