টিয়া পাখি কি বাসায় রুমে পালন করলে ব্রীড    করে   ??????
শেয়ার করুন বন্ধুর সাথে

বন্য টিয়া ধরা বাংলাদেশের আইনে নিষিদ্ধ এবং এটি একটি আইনত দণ্ডনীয় অপরাধ। এগুলো খাঁচায় পালন ও ব্রিড কোনটিই করা যায় না।  তবে কিছু কিছু টিয়া আছে যেগুলোকে রিং নেক বলা হয়। যা খুব দামি হয়।  আর কিছু টিয়া পাখি আছে যেমন - মেকাও (এটা খুব ব্যয়বহুল এবং বিদেশী পাখি), লাভ বার্ড, আফ্রিকান গ্রে এ জাতীয় পাখি গুলো হচ্ছে  কেজ বার্ড মানে খাঁচার পাখি। এগুলোকে হোম ব্রিড করানো যায়। আশা করি আমার উত্তরটুকু বুঝতে পেরেছেন। ধন্যবাদ

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ