শেয়ার করুন বন্ধুর সাথে

ডায়েরি ইংরেজি শব্দ।এর বাংলা প্রতিশব্দ হচ্ছে দিনলিপি।ব্যক্তির প্রাত্যহিক জীবনযাত্রার ঘটনাক্রমের সুলিখিত রূপকে দিনলিপি বলা হয়।সময়কে ধরে রাখা এবং ঘটনাবহুল বর্তমানকে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে তোলার আকাঙ্ক্ষাই মানুষকে ডায়েরি লিখতে প্রেরণা যোগায়।একান্ত ব্যক্তিগত বিষয় হলেও সুলিখিত ডায়েরি শিল্পমানসমৃদ্ধ সাহিত্য হিসেবে গণ্য হয়ে থাকে।এ হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের জাপান যাত্রী,জাহানারা ইমামের একাত্তরের দিনগুলি,দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিবাহী আনা ফ্রাঙ্কের ডায়েরির কথা উল্লেখ করা যায়।নিয়মিত ডায়েরি লেখা একটি ভাল অভ্যাস।জীবনের ঘটনাবহুল দিনগুলোর প্রামাণ্য দলিল হয়ে থাকে এই ডায়েরি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ