নগর জীবনের বিপরীত গ্রামীন জীবনের আলোচনা একটি চিত্তাকর্ষক আলোচনা। "মানুষ নিমার্ণ করেছে নগর,আর ঈশ্বর নির্মাণ করেছে দেশ/গ্রাম"- এটি একটি প্রাচীন প্রবাদ। আমরা যদি শান্তিতে বাস করতে চাই তাহলে সবচেয়ে বেশি কাঙ্ক্ষিত হবে গ্রামীণ জীবন। গ্রামীণ জীবনের অর্থ হচ্ছে গ্রামে বসবাস করা। শহরের সর্বদা যে কোলাহল বিরাজ করে গ্রাম তা থেকে মুক্ত। নগরজীবনের অর্থ হচ্ছ শহরে বসবাস করা। এখানে মানুষ সর্বদাই নিজ নিজ কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে-তারা অন্যদের দিকে তাকাবার কোন সময় কখনো পায় না। গ্রামীণ জীবনে অনেক সুবিধা আছে,আবার অনেক অসুবিধা ও আছে। গ্রামীণ জীবনে মানুষে মানুষে শত্রুতার সৃষ্টি হয় না। এখানকার জীবন সম্প্রীতিপূর্ণ সহ-অবস্থানের জীবন। এখানে মানুষ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারে এবং পাখির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে গান গাইতে পারে। গ্রামীণ জীবন সরল। এখানে শহরের উদ্বেগ-উৎকণ্ঠা নেই। কিন্তু এখানে স্বাস্থ্য ও শিক্ষা সুবিধার অভাব। গ্রামের অধিকাংশ লোকই দরিদ্র-তাদের উপার্জনের উৎসও সীমিত। যোগাযোগ ব্যবস্থা ভাল নয়। পক্ষান্তরে, নগর জীবনে অনেক সুবিধা বিদ্যমান। এখানে আধুনিক জীবনের যাবতীয় সুফল ভোগ করা যায়। বাকিটুকু মন্তব্যে..........

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ