শেয়ার করুন বন্ধুর সাথে

সমযোজী যৌগ অধাতু এবং অধাতুর যোগে হয় যেখানে আয়নিক যৌগ গঠিত হয় ধাতু আর অধাতুর যোগে।আর পোলারিটির শর্ত হল যৌগে উপস্থিত মৌলদ্বয়ের তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্য ০.৫ বা তার চেয়ে বেশি হবে।   ধাতুর তড়িৎ ঋণাত্মকতার মান কম আর অধাতুর তড়িৎ ঋণাত্মকতার মান বেশি। সমযোজী বন্ধনে আবদ্ধ মৌলদ্বয়ের তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্য কম হওয়ায় (০.৫ এর কম) তা পোলারিটির শর্ত পূরণ করে না। অন্যদিকে আয়নিক যৌগে ধাতু আর অধাতুর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বেশি হওয়ায় (০.৫ বা তার বেশি) তা পোলারিটির শর্ত পূরণ করে।  তাই সমযোজী যৌগ অপোলার আর আয়নিক যৌগ পোলার।   

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ