আজ জীব পরিক্ষায় MCQ এসেছিল অপশন ছিল ক.মাইক্রন খ.কোষপ্রাচীর গ.অ্যাংষ্ট্রম ঘ.সেন্টিমিটার কোনটা হবে বললে ভালো হয়
Share with your friends

ভাই এর DNA পরিমাণ এদের মধ্যে কোন এককেই প্রকাশ করা হয় না। আপনার মনে হতে পারে ৩ নং অপশনটি সঠিক। কিন্তু না। অ্যাংস্ট্রম এককটি DNA এর দৈর্ঘ্য কিংবা ব্যাস পরিমাপে ব্যবহৃত হয়।  

DNA এর পরিমাণ প্রকাশের জন্য সবসময় পিকোগ্রাম ( ১ পিকোগ্রাম=১০^-১২ গ্রাম) এককটি ব্যবহার করা হয়।   

 

তথ্যসুত্রঃ ১.জীববিজ্ঞান ১ম পত্র

            একাদশ-দ্বাদশ শ্রেণি

            ড.মোহাম্মদ আবুল হাসান   

          ২.জীববিজ্ঞান ১ম পত্র

            একাদশ-দ্বাদশ শ্রেণি

            গাজী আজমল-সফিউর রহমান 



Talk Doctor Online in Bissoy App