শেয়ার করুন বন্ধুর সাথে
Call

কেন আপনি ভুলের মধ্যে থাকবেন অবশ্যই সঠিক পথে আছেন।কারণ মাযহাব হলো চারটা এর মধ্যে যেকোনো একটি মানতে পারবেন ।এখানে আপনি ইমামে আজম আবু হানিফা রহঃ মাযহাব মানতেছেন তো আপনি সঠিক আছেন।কেননা আবু হানিফা কি কোন কুরআন হাদিসের পরিপন্থী কথা বলেছেন যে আপনি ভুলের মধ্যে আছেন ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

নিশ্চিত আপনি সঠিক মাজহাবে রয়েছেন। চার মাজহাব সবটাই সঠিক।এটা নিয়ে সংকোচ রাখবেন না। আরো জানতে আপনি আবু হানিফ (র:) এর জীবনী নিয়ে লেখা বই পড়ুন তাহলে আর সংকোচ থাকবে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

মাযহাব হচ্ছে School of law. মাযহাবের ইমামগন

কুর'আন হাদিসের ভিত্তিতে গবেষনা করে ইবাদত বন্দেগি
এবং আল্লাহ'র নৈকট্য অর্জনের পদ্ধতি লিপিবদ্ধ করে 
গেছেন। 
এখন সহিহ হাদিস থেকেই জানা যায় যে- নফল, সুন্নাত ও মুস্তাহাব আমলের ক্ষেত্রে রাসুলুল্লাহ সাঃ এর বিভিন্ন পদ্ধতি ছিল।
এসব পদ্ধতির একেকটা, একেক ইমাম গ্রহন করেছেন। মাযহাবের পার্থক্য এটুকুই। 
সুতরাং, যেহেতু মাযহাব কুর'আন ও হাদিসের ভিত্তিতে 
তৈরী হয়েছে - তাই কোন একটি বা একাধিক মাযহাব
অনুসরনে কোন দোষ নেই। 

তবে কেউ যদি মনে করে - "একজনকেই মানতে হবে" বা "একজনকে মানা ফরজ" তাহলে এটা ভুল হবে। সকল মুজতাহিদ ইমামকে সম্মান করা উচিৎ।

এসব নিয়ে ইদানিং আমাদের সমাজে কিছু ফিতনা দেখা দিয়েছে। তাই কোন দল, মাযহাব, প্রান্তিকতার দিকে
না গিয়ে মধ্যমপন্থা অবলম্বন করা উচিৎ। সকল 
মুসলিমের মধ্যে অটুট ভাতৃত্বের বন্ধন থাকতে হবে।
শুধু ফিকহি মাস'আলার কারনে কোন মুসলিমকে
দূরে সরিয়ে দেয়া, ভাই মনে না করা, গীবত করা,
শত্রুতা বা হিংসা পোষন করা কঠিন হারাম কাজ।
আল্লাহ আমাদের হেফাজত করুন। 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ