আমি আমার smart card তোলার জন্য যে স্লিপ টি দিয়েছিলো সেটা হারিয়ে ফেলেছি তবে আমি আমার ভোটার id জানি...সেদিন আমাদের এখানে smart card বিতরন করলো আমার কাছে ভোটার স্লিপ চাইলো আমি দিতে পারি নি তাই smart card পেলাম না....ভোটার id বলার পর ও দিলো না কি করতে পারি?
Share with your friends

যখন কার্ড বিতরন হয়েছে লোকের ভীর ছিল বিধায় আপনার কার্ড দেয় নাই। আপনি ইউনিয়ন পরিষদে যোগাযোগ করুন।কার্ড পেয়ে যাবেন।

Talk Doctor Online in Bissoy App

অবশ্যই আপনি স্মার্ট কার্ড পাবেন। তবে আপনি যেহেতু নিবন্ধন স্লিপ হারিয়ে ফেলেছেন, সেহেতু আপনাকে আপনার ভোটার এলাকার অধীন থানায় গিয়ে জিডি করতে হবে। সেখান থেকে আপনি জিডির মূলকপি নিয়ে থানা নির্বাচন অফিস বা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যাবেন। ঐখানে আপনি আইরিশ প্রদান করে স্মার্ট কার্ড নিয়ে যেতে পারবেন। ধন‍্যবাদ আপনাকে।

https://www.bissoy.com/766160/
Talk Doctor Online in Bissoy App