আমার HSC পরিক্ষা শেষ এখন আমি এডমিট কার্ডটি হারিয়ে ফেলেছি এখন পরর্বতিতে কি কোনো সমস্যা হবে? এবং কি ভাবে এখন এডমিট কার্ডটি সংগ্রহ করতে পারি?
Share with your friends
Musafir9

Call

আপনি কলেজ অধ্যক্ষের অনুমতি নিয়ে বোর্ডে আবেদন করুন।

Talk Doctor Online in Bissoy App

hsc admit কার্ড হারানো ফলে অনেক সমস্যা হতে পারে।

  • আপনি যখন ভার্সিটির পরিক্ষা দিতে যাবেন তখন সমস্যা হতে পারে।কারণ ভার্সিটি পরিক্ষার জন্য এডমিট কার্ডের প্রয়োজন আছে।
  • কোথাও ভর্তি জন্য apply করতে সমস্যা হতে পারে।
  • আপনার যদি এবার ফেল আসে।তবে আগামী বছরে নতুন এডমিট কার্ড পাবেন না।
Talk Doctor Online in Bissoy App

যেহেতু আপনার পরীক্ষা শেষ, আমার মতে কোনো সমস্যা হবেনা। তাছাড়া ইরিগুলার পরীক্ষার্থীদের জন্য হলে রেজিস্ট্রেশন কার্ডই যথেষ্ট। ভবিষ্যতে আপনার রেজিস্ট্রেশন কার্ডই বেশি কাজে লাগবে। খুব দরকার পড়লে আপনি কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে নতুন এডমিট কার্ড সংগ্রহের পরিকল্পনা করতে পারেন।

Talk Doctor Online in Bissoy App

admit card এর খুব বেশি প্রয়োজন হয় না।বিভিন্ন ইউনিভার্সিটি তে registration card চায়,কিন্তুু admit card চায় না।ইউনিভার্সিটি তে ভরতি হতেও admit card এর প্রয়োজন হয় না,registration card হলেই হয়।

Talk Doctor Online in Bissoy App