ArfanAli

Call

ভাজ্য ৮ এবং ভাজক ২ হলে ভাগফল হবে ৮/২ = ৪ ভাজ্য এবং ভাজককে একই সংখ্যা দ্বারা গুণ করলে হবে = ৮*৩ / ২*৩ = ২৪/৬ = ৪ অর্থাৎ ভাজ্য এবং ভাজককে একই সংখ্যা দ্বারা গুণ করলে ভাগফল একই থাকবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
AalNoman

Call

হ্যা উত্তর একই হবে। 

ভাজ্য ৬  এবং ভাজক ৩ হলে ভাগফল হবে ৬÷৩=২।

ভাজ্য এবং ভাজককে একই সংখ্যা ২দিয়ে গুণ করলে, ভাজ্য হয়

৬*২=১২, ভাজক হয় ৩*২=৬ এবং ভাগফল হবে ১২÷৬=২।

সুতরাং বলা যায় ভাগফল একই থাকবে।

image

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ