আমি একটি এইচপি ল্যাপটপ কিনতে চাই আমার বাজেট 36 হাজার থেকে 41 হাজার । আমি এই বাজেটের মধ্যে কোন ল্যাপটপ কিনলে সবথেকে ভালো হবে । আমি আমার ল্যাপটপ থেকে গ্রাফিক্সের কাজ করতে চাই সেই হিসেবে আপনারা বলুন আমার কোন ল্যাপটপটি কিনলে সবথেকে ভালো হবে। তবে আমার পক্ষে 38000 উপরে যাওয়াটা খুব কষ্টসাধ্য হবে। কাজেই আমি কি করব আমাকে সাহায্য করুন।
Share with your friends
Call

দুইটাই খুব ভালো মানের লেপটপ তার পরেও আমি বলবো HP Pavilion 15-CC023TU এই মডেলটা নিবেন। গ্রাফিক্সেরে কাজের জন্য এটা ভালো।

Talk Doctor Online in Bissoy App
আপনি আসুস ব্র্যান্ড এর X540Y  ল্যাপটপ টি অ দেখতে পারেন। AMD ডুয়েল কোর প্রসেসর হলে ও স্পীড ভাল আছে। আমি এটি কিনেছি ২৫ দিন হল ২৩০০০ টাকা দিয়ে। টুকটাক গ্রাফিক্স এর কাজ করি। আর টেস্ট করার জন্য need for speed 5 আর gta vice city extreme ইন্সটল করে খেলেছি কোন রকম হাং বা ল্যাগ করে নি। বাজেট এর জন্য বেস্ট ল্যাপটপ।

তবে হাই কুয়ালিটি গ্রাফিক্স এর কাজ করলে এটি ভালো পারফরমেনছ দেয় না।
Talk Doctor Online in Bissoy App