এন্ড্রোয়েড কিনতে যেমন র‍্যাম, রম এগুলা দেখে। ল্যাপটপ কিনতে হলে কি কি দেখতে হয়
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আপনার বাজেট একটু বাড়াতে হবে । HP Laptop 5th Gen Core i3 HD Audio 4GB RAM 14" LED 14- r232TU Price: 33,500 এটা দেখতে পারেন ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

১। প্রসেসর নিবেন লেটেস্ট। ২। র্যাম ৪ জিবি+। ৩। হার্ডডিস্ক ১ টিবি। ৪। গ্রাফিক্স কার্ড । ৫। স্লিম বডি। ৬। চার্জ ব্যাকআপ ৪ঘন্টা। ইত্যাদি বিষয়ে নজর দিন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ভাই আমি ৩০০০০/- দিয়ে আসুস কিনেছিলাম ৬ মাস পর কি বোর্ড নষ্ট হইগেছিল ২ বছর ওয়রেন্টি সারাই আঞ্ছি এখন ভালই চলে। আপনি যদি বেশি ওয়রেন্টি চান তাহলে আসুস/লিনেভ । তবে সব ল্যাপটপ ই ভালো । ৭৫০০০/- দিয়ে ডেল কিনেছিলাম গত বছর ওটাও ৭ মাস পর কি বোর্ড নষ্ট হইগেছিল । আপনার যদি ল্যাপটপ খুব দরকার না হই তাহলে ডেক্সটপ কিনেন অনেক শান্তিতে থাকতে পারবেন । আর সব ল্যাপটপ ভালো । এইটা এলেক্টিক পার্স কি হই বলা যাই না। ৩৫০০০/- আপনি core i3 , ৫০০ gb hdd ,4gb র্যাম ১৪'' monitor ল্যাপটপ পাবেন.

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Iloveallah

Call

HP 250 G5 Processor: 5th Gen. Intel Core i3 5005U  Clock speed: 2.0GHz  Display size: 15.6"  RAM: 4GB  Storage: 1TB HDD  আপনি এই ল্যাপটপটি কিনতে পারেন।সব কাজই করতে পারবেন।তবে এই বাজেটের যে কোন ল্যাপটপ মাঝে মাঝে হ্যাং হতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ