আমার পিসি চলাকালীন সময়ে মাঝে মাঝে 'ঠকঠক' শব্দ করে। উল্লেখ্য এ সময় পিসি হ্যাং করে। কারো যদি এর যথাযথ উত্তর জানা থাকে দয়া করে জানাবেন।
শেয়ার করুন বন্ধুর সাথে
silkcity

Call

আপনার প্রশ্ন হলো আপনার P.C চলতে থাকলে ঠক ঠক শব্দ করে কেন ?  দেখুন হার্ডডিক্সের ভেতর অনেকগুলো DVD disk স্তরে স্তরে সাজানো থাকে ৷ কম্পিউটার চলার সময় এগুলো কিন্তু সেকেন্ডে প্রচণ্ড জোরে ঘুরে ৷ যদি কোন কারণে ডিক্সগুলো একটার সাথে আরেকটা ঘর্ষণ খায় তখন সৃষ্টি হয় খট খট শব্দ ৷ আর এ কারণে আপনার কম্পিউটার চলার সময় এরূপ শব্দ করে ৷ 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ