***ভয়েস কল ফ্রি জিও ৪জি VoLTE ফোনে ভয়েস কল সারাজীবন ফ্রি থাকবে। আনলিমিটেড ডেটা পাওয়া যাবে। যে পরিমাণ ডেটা জিও ফোনের গ্রাহকেরা খরচ করবে তা অন্য নেটওয়ার্কে খরচ করতে গেলে ৪ থেকে ৫ হাজার টাকা খরচ পড়বে। ***খরচ মাসে মাত্র ১৫৩ টাকা জিও গ্রাহককে প্রতি মাসে মাত্র ১৫৩ টাকা দিতে হবে। অর্থাৎ মোট খরচের মাত্র তিন শতাংশ। ফোন কেনার ক্ষেত্রে এফেক্টিভ প্রাইস হবে একেবারে শূন্য। তবে শুরুতে ১৫০০ টাকা দিতে হবে আপনাকে যা ফেরতযোগ্য বা রিফান্ডেবল। তিনবছর বাদে এই টাকা গ্রাহককে দিয়ে দেওয়া হবে। একরকম সিকিউরিচটি ডিপোজিট হিসাবে এই টাকা গ্রাহকদের থেকে নেওয়া হবে। ***জিও ফিচার্স নতুন জিও ফিচার ফোন VoLTE নেটওয়ার্কে চলবে। এবং এতে জিও টিভি, জিও সিনেমার মতো প্রি-ইনস্টল পরিষেবা পাওয়া যাবে। এর পাশাপাশি মোট ২২টি ভারতীয় ভাষায় হ্যান্ডসেটটি ব্যবহার করা যাবে। ***ফোনের স্টোরেজ জিও ফোনের স্ক্রিন থাকবে ২.৪ ইঞ্চি চওড়া। ৪জিবি স্টোরেজ ও ৫১২এমবি রাম। ডুয়াল সিম এই ফোনে আলাদা করে মাইক্রো এসডি কার্ড ভরে ব্যবহার করা যাবে। ***ক্যামেরার সুবিধা ছবি তোলার জন্য ২ মেগাপিক্সেল ক্যামেরা ও সেলফি তোলার জন্য ভিজিএ ক্যামেরা থাকবে। ***শক্তিশালী ব্যাটারি ও অন্য ফিচার্স স্মার্টফোনের মতোই এই ফোনে ২০০০ এমএএইচের ব্যাটারি সঙ্গে এফএম রেডিও, ব্লু টুথ কানেকটিভিটি থাকবে। স্যোশাল নেটওয়ার্কিং ও নিজস্ব অ্যাপ ফেসবুকের মতো স্যোশাল নেটওয়ার্কিং তো করা যাবেই, সঙ্গে KaiOS নামে নিজস্ব একটি অ্যাপ স্টোরও থাকবে রিলায়েন্স জিও-র ফিচার্স ফোনে। সঙ্গে টর্চ লাইট থাকবে।***এটা বাংলাদেশে এখনো আসে নি। এটা ভারতে পাওয়া যাবে।

Talk Doctor Online in Bissoy App