IELTS এ ৬ পয়েন্টের উপরে পেতে হলে কেমন প্রস্তুতি নেয়া দরকার? আমি মোটামুটি ইংলিশ বুঝি এখন কিভাবে প্রস্তুতি গ্রহন করবো?
Share with your friends
Call

এখানে আপনাকে চারটি বিষয়ে দক্ষতার প্রমাণ দিতে হবে। 

  • Speaking
  • Listening
  • Reading
  • Writing
এ বিষয়ে আপনি ভালো করে প্রস্তুতি নিন। ইংলিশ নভেল এবং পেপার পড়বেন। বিশেষ করে জোরে জোরে পড়বেন। আর টিভিতে ইংলিশ খবর সাবটাইটেলসহ মুভি দেখবেন। তাহলে প্রাকটিকাল জ্ঞান থাকবে অনেক। আর সবচেয়ে ভালো হয় S@ifur's বা এরকম ভালো কোনো ট্রেনিং সেন্টারে ভর্তি হয়ে নিলে। তাহলে প্রস্তুতি বেশি ভালো হবে।
Talk Doctor Online in Bissoy App
amirupu

Call

  ielts এ সবাই প্রায় ৬ পায়।কিন্তু ৭ পাওয়া বেশ টাফ।তাই আপনি যা করবেন,

  1. ইংরেজি হাতের লেখা সুন্দর করবেন।
  2. ভাল শোনার দক্ষতা থাকা লাগবে। এর জন্য ফ্রেন্ড এর সাথে ফেমিলি এর সাথে ইংরেজি তে কিথা বলা লাগবে। তাহলে আপনার listening + spoken skil টা ভাল হহবে। ইংরেজি মুভি, নিউজ, / পেপার, বই পড়তে হবে।
  3. এসব করলে ৭ পেতে পারেন। আর তা না পারলে ব্রিটিশ কাউন্সিলে কোর্স করুন।
Talk Doctor Online in Bissoy App