স্টিলে 99% থাকে কার্বন আর 1 % থাকে লোহা কিন্তু এত বেশি লোহার পরিমান থাকা সত্বেও স্টিলে চৌম্বক ধরে না ক্যানো? 
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আপনি যে স্টিলের কথা বলছেন তাতে চুম্বক ধরে অর্থাৎ যে স্টিলে লোহা 99 % এবং 1 % কার্বন রয়েছে এগুলোয় চুম্বক ধরে । এগুলো স্টিলের উদাহরণ হলো রেলের চাকা,রেল লাইন,জাহাজ,যানবাহন,ক্রেইন,যুদ্ধাস্ত্র,কৃষিযন্ত্রপাতি । মূলত এই স্টিলে কার্বন দেয়া এর কার্যক্ষমতা বৃদ্ধি করার জন্য । 


আর যে স্টিল গুলোয় চুম্বক ধরে না সেগুলো হল  স্টেইনলেস স্টিল(মরিচারোধী ইস্পাত) । এগুলোয় থাকে 

  • লোহা 74%
  • ক্রোমিয়াম: 18% 
  • নিকেল :8% 
এই স্টিলে চুম্বক ধরে না । কারণ একদম কেন্দ্রে থাকে লোহা আর চারপাশে থাকে বাকি মৌলগুলো । আর এই স্টিলের উদাহরণ হচ্ছে 
  • পাকঘরের সিঙ্ক,
  • রসায়ন শিল্পের বিক্রিয়া পাত্র
  • অস্ত্রোপাচারের যন্ত্রপাতি ইত্যাদি । 
এগুলোর কোনোটিতেই চুম্বক আটকাবে না । আটকালে তাতে ভেজাল আছে । আশা করি বুঝাতে পেরেছি । ধন্যবাদ 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ