কারন এই ওয়েব সাইটটি বাংলা নির্ভর।তাই ইংরেজিতে লিখলেও তা বাংলা হয়ে যায়।কোন সমস্যা নেই।আপনি ভেরিফাই করতে পারেন।

Talk Doctor Online in Bissoy App

আসলে ওয়েবসাইটটি বাংলা নির্ভরের জন্য নয় এটা হয়ে থাকে ব্রাউজারের কারণে। এটা আমার ক্ষেত্রেও আমি দেখেছি।


মনে করেন আমি কিছু সংখ্যা লিখলাম ইংরেজিতে সেই সংখ্যাটা ফ্রী ব্যাসিকসে দেখি বাংলায় আবার অপেরা বা অন্য কোনো ব্রাউজারে দেখি ঠিকই আছে ইংরেজিতে। কিন্তু সবক্ষেত্রে ইংরেজির অক্ষর বা বর্ণমালা ঠিকই দেখায়।


এটা শুধুমাত্র আমার আপনার সমস্যা নয় সবারই এটা দেখায় অর্থাৎ ফ্রী ব্যাসিকস  বা এ জাতিয় অন্য ব্রাউজার ব্যবহার করলে এরকম হয়েই থাকে।


তাই আপনি উন্নত ধরনের ব্রাউজার ব্যবহার করুন। আর আপনি এখানে দ্বারা অর্থাৎ বিস্ময়ে কোনো কিছু জানতে হলে ইংরেজিতে লিখে ইংরেজিতেই পোষ্ট করতে পারেন কিন্তু হেডলাইনটা অবশ্যই বাংলাতে লিখতে হবে।

Talk Doctor Online in Bissoy App