Zakmasud

Call

আপনি এই অনলাইন ম্যাগাজিনটিতে যোগাযোগ করে দেখতে পারে।  

ওনাদের ওয়েবসাইট এর একদম নিচে ইমেইল আ্যড্রেস দেয়া আছে।  

ইতিবৃত্ত



ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

প্রশ্নটি খুব ক্লেয়ার নয়। তবুও উত্তর দিচ্ছি, আশা করি আপনার পছন্দ হবে।

অনলাইনে লিখালিখি দু রকম হতে পারে। 
1. আয় করার জন্য লিখা।
2. নিজেকে ঝালিয়ে রাখা বা ভাল লাগার জন্য লিখা।

আয় করার জন্য কন্টেন্ট রাইট করতে চাইলে আপনি লিখতে পারেন
1. fiverr
2. squidoo
3. hubpages

ইত্যাদিতে। বাংলাদেশি কিছু ওয়েব সাইটও আছে। অনলাইনে খুঁজলে পেয়ে যাবেন।

আর যদি আপনি শুধু ভাললাগে বলে লেখালেখি করতে চান, তাহলেও অনেক সাইট আছে। যেমন, 
মূলধারা বাংলাদেশ
শখের স্কুল
ইত্যাদি।

ধন্যবাদ।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

লিখক.কম এই সাইটে লিখতে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Sujon Max

Call
লেখালেখি করার জন্য অনেক সাইট রয়েছে নিম্নে এরকম কিছু সাইটের নাম দেওয়া হলঃ somewhereinblog.Net istion.com amarblog.com lekhalikhi.com banglaadda.com muktochinta.com golpokobita.com E.T.C

এছাড়া নিজের নামে ফ্রি সাইট খুলেও লেখা লেখি করতে পারন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

অনলাইনে লেখালেখির আমার প্রিয় দুটি ওয়েবসাইট। মূলত ব্লগিং সাইট।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Arman

Call

সহজ একটি সাইট janabd.com try করেই দেখেন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

অনেক ওয়েবসাইটেই লেখালেখি করা যায়। আমি আমার পছন্দের তিনটি ওয়েবসাইটের কথা বলছি-


১. লেখক ডট মিঃ এই ওয়েবসাইটটি তুলনামূলক নতুন হলেও লেখালেখির জন্য সেরা। যে কেউ খুব সহজেই এই সাইটে লেখক  সবে যোগ দিতে পারবে এবং লেখা প্রকাশ করতে পারবে। লিখলে সেটি প্রথম পাতাতেই প্রকাশিত হয়। এই সাইটে রয়েছে আলোচনা কক্ষ, রয়েছে বার্তাকক্ষ। সাইটের ডিজাইন এবং ফিচারগুলো দেখে আমার খুব গোছানো মনে হয়েছে।

ঠিকানাঃ লেখক ডট মি


২. সামহোয়ারইনব্লগঃ এটিকে বলা হয় বাংলাদেশের সবচেয়ে বড় বাংলা ব্লগ। এখানে প্রচুর ভালো লেখক আছেন যারা নিয়মিত লেখালেখি করেন। বর্তমানে এই সাইটে সরাসরি ভিজিট করা যাচ্ছে না, তবে ভিপিএন দিয়ে ভিজিট করা যাচ্ছে। এখানকার লেখাগুলো মাণসম্মত এবং  এগুলো পড়ে অনেক কিছু শেখার আছে।

ঠিকানাঃ সামহোয়ার ইন ব্লগ

৩. টেকটিউনসঃ বাংলাদেশের সবচেয়ে বড় প্রযুক্তিবিষয়ক ব্লগ। এই সাইটেও যে কেউ লিখতে পারে, তবে লেখাগুলো প্রযুক্তি বিষয়ক হওয়া আবশ্যক। সব লেখা প্রকাশিত হয় বলে ভালো মাণের এবং বাজে মাণের সব ধরণের লেখাই এখানে পাবেন। আপনি লিখতে চাইলে এই কমিউনিটিও হয়তো আপনার পছন্দ হবে। 
ঠিকানাঃ টেকটিউনস

আরো অনেক ব্লগ আছে যেখানে আপনি লিখে প্রকাশ করতে পারেন, তবে সেগুলোতে সবার লেখা প্রকাশিত হয় না, আর কিছু আছে মাণহীন। আপনি চাইলে গুগোলের ব্লগস্পটে নিজের একটি ব্লগ তৈরি করেও নিতে পারেন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ