ইউটিউব এ টাকা আয় করা যায় টাকা জমা হবে google adsense একাউন্টে তা বুঝমু কি করে বড়?
শেয়ার করুন বন্ধুর সাথে
live_khan

Call

আশা করি পুরোটা মনোযোগ সহকারে পড়বেন আমরা অনেকেই ভিডিও গেমস খেলাকে সময়ের অপচয় বলেই মনে করি। কিন্তু এই ভিডিও গেমস্ও হতে পারে অর্থ উপার্জনের একটি বড় মাধ্যম তার প্রমাণ মিলেছে। একমাত্র ভিডিও গেমস খেলেই ২৬ বছর বয়সে ১২ মিলিয়ন পাউন্ড কামিয়েছেন এক ব্যক্তি। ড্যান মিডলটন নামে সে ব্যক্তি অবশ্য কোনো ভিডিও গেম প্রতিযোগিতা থেকে বিজয়ী হয়ে এ অর্থ উপার্জন করেননি। তিনি একজন ইউটিউবারও। আর তার অর্থ উপার্জনের পদ্ধতিটাও খুব সহজ। ভিডিও গেম খেলার সময় তিনি সেগুলো ভিডিও করে রেখেছেন। এরপর তা তার ইউটিউব চ্যানলে আপলোড করে দিয়েছেন। সারা বিশ্ব থেকে অসংখ্য ব্যক্তি তার ইউটিউব চ্যানেলে ভিডিও গেম দেখেছেন। এতে তার যে আয় হয়েছে, তাতেই তিনি কোটিপতি হয়ে গেছেন। বিপুল উপার্জনের পর এখন ড্যান মিডলটন নিজেই যেন একটা ব্র্যান্ড হয়ে উঠেছেন। নিজের কাছেই নিজেকে অদ্ভুত মনে করেন তিনি। বাড়িতে বসে খেলা নিয়ে কয়েকটি ভিডিও বানিয়েই বনে গেছেন কোটিপতি। যুক্তরাজ্যের অধিবাসী ড্যান মিডলটন আগে কাজ করতেন সুপারস্টোর টেসকোতে। এখন তার আর সেই কাজ করার প্রয়োজন হচ্ছে না। তার ভিডিওগুলো দেখেছেন ১৬ মিলিয়ন দর্শক। সেগুলোতে প্রকাশিত হয়েছে অসংখ্য বিজ্ঞাপন। আর এতেই হয়ে উঠেছেন ধনী। ধন্যবাদ

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি আপনার google adsence account এ দেখতে পাবেন। আর টাকাটা ব্যাংক থেকে তুলতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনার কোন ইউটিউব চ্যানেল আছে কি? অবশ্যই একটি ইউটিউব চ্যানেল লাগবে! এবং  আপনার আপলোড কৃত ভিডিও ৪০০ ঘন্টা ভিউ  তারপর আপনি এডসেন্স থেকে আয় করতে পারবেন। এডসেন্স সাইটে বা অ্যাপসের মাধ্যমে আয়ের পরিমান দেখতে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ