গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন ভাই। এটা সবার জানা দরকার। বলের গতি নির্ণয়ের পেছনে বিজ্ঞানের অবদান সবচেয় বেশি। বোলারদের বলের গতি নির্ণয়ের জন্য ১৯৯৯ সালে প্রথম স্পীড গান যন্ত্রের ব্যবহার করেছে। আধুনিক ও প্রযুক্তিগত উন্নয়নের ধারাবাহিকের পর্যায় এখন বর্তমানে যে যন্ত্রটি ব্যবহার করা হয় তার নাম হলো রাডার গান। এই যন্ত্রের প্রধান ২টি অংশ রয়েছ। যথাঃ একটা ট্রান্সমিটার এবং অপরটি রিসিবার। এবার মূল বিষয়ে আসি। বোলার যখন বল করার জন্য ছুটে যায় তখন এই রাডার গান থেকে রেডিও ওয়েব বাতাসে নিক্ষিপ্ত হয় ট্রান্সমিটারের মাধ্যমে। ঐ রেডিও ওয়েব বোলারের হাত থেকে ছোড়া বল দ্বারা বাধা প্রাপ্ত হয় এবং প্রতিধ্বনি বা ইকো সৃষ্টি হয়। এই প্রতিধ্বনি রাডার গানের রিসিবার রিসিভ করে এবং ডপলার শিফটের মূলনীতি অনুযায়ী বলের গতিবেগ নির্ণয় করা হয়। আশা করি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ