এখানে, আদিবেগ u=300 m/s যেহেতু এটা ২৫ পার্সেন্ট বেগ হারায়, তার মানে তার শেষবেগ v= 300*75%=২২৫m/s এখন, আমরা জানি, v^2=u^2-2as এবং v=u-at যেহেতু আপনি এখানে সরণ বা সময় কিছুই উল্লেখ করেননাই তার মানে এখানে ডাটা মিসিং। সরণ বা সময় দেয়া থাকলে সেখান থেকে ত্বরণ বের করে তা F=ma এর মাধ্যমে ত্বরণকে ভরের সাথে গুন করে বাধাদানকারী বল পাওয়া যেত

Talk Doctor Online in Bissoy App