Call

আপনি তাদের কে ঠান্ডা মেজাজে আবারো বুঝান|এসব কাজকর্ম ভালো নয়|তাদেরকে এই আচরণ ত্যাগ করে দিতে বলুন|তবে কোন হুমকি বা ভয় দেখানো যাবে না| প্রয়োজনে তাদের পরিবারকে বিষয়টি অবহিত করতে পারেন|কাজ না হলে এলাকায় মেম্বার, চেয়ারম্যানকে অবহিত করতে পারেন| আর আপনার বোনকে বলে দিন তাদের সাথে যেন কথা না বলে|তাদের থেকে দুরে থাকতে বলুন|হয়তো তারা এই আচরণ ত্যাগ করে দিতে পারে|

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

এসকল ব্যাপার কখনোই ছোট করে দেখা উচিত না। আপনি আপনার নিকটস্থ থানায় ব্যাপারটি জানান। আপনার বোনকে সাবধানে চলাচল করার পরামর্শ দিন। সম্ভব হলে আপনার বোন যখন বাইরে যায় তার সংগে কাউকে পাঠান।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ