দুখিত ভাই,ক্যারিয়ারে কোনো পরিক্খায় ৩য় বিভাগ পেলে বি সি এস দেওয়া যায়না,আর আপনি যেহেতু উভয়ই ৩য় বিভাগ পেয়েছেন তাই আর বি সি এস দিতে পারবেন না।

Talk Doctor Online in Bissoy App

না ভাই আপনি BCS দিতে পারবেন না।

Talk Doctor Online in Bissoy App

বিসিএস পরীক্ষার জন্য একাধিক তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয় । অর্থাৎ শিক্ষা জীবনে একটি পরীক্ষায় তৃতীয় শ্রেণী পেলে এবং অন্যান্য পরীক্ষায় 1ম/2য় শ্রেণী পেলে বিসিএস পরীক্ষার অংশগ্রহণ করা যায় ।


বিসিএস পরীক্ষার এই নিয়ম অনুযায়ী আপনি যদি এবার সিজিপিএ 2.50 পান তবে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন ।

উল্লেখ্য যে, আপনি যদি স্নাতক(সম্মান) পড়ে থাকেন তাহলে স্নাতক(সম্মান) পাশ করেই বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পাবেন । অপরদিকে স্নাতক(পাশ) কোর্স হলে, স্নাতক (পাশ) কোর্স সম্পন্ন করে আপনাকে স্নাতকোত্তর করতে হবে । তারপরেই কেবল বিসিএস পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন ।

ধন্যবাদ ।
Talk Doctor Online in Bissoy App