শেয়ার করুন বন্ধুর সাথে

শিশুর মানসিক বিকাশে পিতা-মাতার চেয়ে শিক্ষকের গুরুত্বই বেশি। পিতা মাতা আমাদের আপনজন তাদের নিকট থেকে আমরা ভাষা শিখি,  সমাজের নিয়ম-রীতি আচার-ব্যবহার শিখে থাকি। আমরা মানসিক বিকাশের জন্য বিদ্যালয়ে যাই। বিদ্যালয়ে শিক্ষক আমাদের জ্ঞানের বিকাশ ঘটায়। শিক্ষক আমাদের শিক্ষাদান করেন। আমাদের যাবতীয় নীতি-নৈতিকতার শিক্ষা দেন। আমরা বাড়িতে পিতামাতার থেকে যযতটুকু শিখতে পারি তারচেয়েও বেশি শিখতে পারি বিদ্যালয়ের শিক্ষকের কাছে। কেননা শিক্ষক আমাদের জ্ঞান দান করেন, নীতি-নৈতিকতার শিক্ষা দেন, নিজ দেশ সম্পর্কে, বিশ্ব এবং যেকোন বিষয়ের শিক্ষা দেন তথা আমাদের মানসিক বিকাশ আরও ত্বরান্বিত করে জ্ঞান অর্জনের স্পেহা বৃদ্ধি করে। শিক্ষক আমাদের মানসিক মূল্যবোধ সৃষ্টি করে। তাছাড়া শিশু অনেক কিছুই তার পিতা-মাতার থেকে শিক্ষতে পারে না বা শিখতে চায় না। তাই শিশুর মানসিক বিকাশে পিতা-মাতার চেয়ে শিক্ষকের গুরুত্ব বেশি। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ