মাথায় পেয়াজের রস লাগালে চুল পড়া কমে যায়। তবে আপনি একজন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তারের পরমর্শে মাথার ত্বক পরিক্ষা করে চিকিৎসা নিতে পারেন। অথবা আর্নিকা,আমলকি,জাবোরেন্ডি এই তিনটার মাদার টিংচার নারিকেল তৈল বা অলিভ অয়েল দিয়ে মিক্সার করে গোসলের পরে মাথায় লাগাতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
ObujhHridoy

Call

আপনি আয়রন যুক্ত টিউবল এর পানিতে গোসল করলে এই সমস্য হতে পারে । সব সময় পরিস্কার পানিতে গোসল করবেন । আর ক্লিয়ার ম্যান শ্যাম্পুটি ব্যবহার করবেন ২দিন পর পর । ধন্যবাদ

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি হোমিও মেডিসিন আমলকি মাদার আধা কাপ পানিতে 20ফোঁটা ; 2বার খাবার পরে খান. যদি মাথায় খুব ঘাম হয়; তবে প্রতিদিন  শ্যাম্পু করে চুল পরিস্কার করবেন. জদি ঘাম কম হয় তবে সপ্তাহে ৩ দিন শ্যাম্পু করবেন. চুল শুকনো হলে বিকালে আমলকি মাদার চুলে ও গোড়ায় হালকা মালিস করবেন.৩০ দিন পরে উপকার পাবেন. না হলে ফোন করবেন 7074292883.

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ