শেয়ার করুন বন্ধুর সাথে

প্রথম কথা হলো এভাবে নামাজ পড়াই আল্লাহর বিধান। তাই এভাবে পড়া হয়। তবে হাদীসের আলোকে জানা যায়, কাফেররা কুরআন তিলাওয়াত শুনলে তা নিয়ে ঠাট্টা বিদ্রূপ করতো। কখনো তেলাওয়াতকারীর উপর ্‌আক্রমণের আশঙ্কাও হতো। আর দিনের বেলা কাফেরদের চলাচল বেশি হোত। ফলে দিনের নামাজে কুরআন পাঠ নীরবে হতো। যাতে কাফেররা শুনে তা নিয়ে ঠাট্টা বিদ্রূপ করার সুযোগ না পায়। পক্ষান্তরে রাতের বেলা কাফেরদের চলাচল বেশি হতো না। তাই রাতের নামাজে কুরআন পাঠ সরবে হতো। কারণ তখন কুরআন পাঠ কাফেরদের কর্ণগোচর হবার সম্ভাবনা তেমন ছিলো না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ