আমার ল্যাপটপে আমি নিজেই উইনডোজ দেই । আমার উইনডোজ এর ফাইল গুলো E ড্রাইভে রাখা আছে । ওখান থেকেই উইনডোজ দিই । কিন্তু উইনডোজ দেয়ার সময় C ড্রাইভ ফরমেট দেয়া যায়না । আমি এভাবে অনেকবার উইনডোজ দিয়েছি । গতকিছু দিন আগে আবার উইনডোজ দিচ্ছিলাম । কিন্তু এটা কমপ্লিট হচ্ছে না । মাঝখানে গিয়ে File missing দেখাচ্ছে । আর উইনডোজ নিচ্ছে না । এখন আমার ল্যাপটপে কোন সফটওয়্যার ইনসটল দিতে পারছি । ইন্সটল দিতে গেলে কোন ওয়ার্নিং ছাড়াই ক্রাশ হয়ে যাচ্ছে । এখন কি করবো কিছু বুঝতে পারছি না । আমার হার্ডডিক্সে অনেক গুরুত্বপুর্ন ফাইল রয়েছে । আমি 64 বিটের উইনডোজ দিতে চাই । কেউ হেল্প করেন ।
Share with your friends
Austin316

Call

C ড্রাইবে Windows দিতে চাইলে পেনড্রাইব অথবা CD দিয়ে দিতে হবে।এর জন্য প্রথমে কম্পিটার এর Boot manager এ গিয়ে পেনড্রাইব অথবা CD যে ডিস্ক এ আছে সেই ডিস্ক সিলেক্ট করতে হবে,Boot manager এ যেতে হলে কম্পিউটার ওপেন করার সাথে সাথে F2 অথবা Del চাপুন,এরপর ওখান থেকে Boot Menu তে গিয়ে ডিস্ক সিলেক্ট করুন।Boot manager এ পেনড্রাইব অথবা CD disk Select করার কিছুক্ষনপর another any key-এরকম আসলে Enter অথবা যেকোন key চাপলে Windows দেওয়া প্রক্রিয়া শুরু হবে।

Talk Doctor Online in Bissoy App