Call

আসসালামু আলাইকুম

বিয়ের আগে প্রেম হারম

আপনি এই হারাম সম্পর্কে

জড়িয়ে গেছেন।

নিজেকে এ থেকে বের করে

নিয়ে আসুন।

এই বার আসা যাক আপনার প্রশ্নের উত্তরেঃ

আপনি বলেছেনন প্রেমিকার বাসা থেকে 

আপনাদের মেনে নিবে না,

এবং আপনার প্রেমিকা আপনাকে

ছাড়া বাঁচবে না এবং আপনি ও নাকী

তাকে ছাড়া বাঁচবেন না এই কথা

গুলা ভুল কথা ভাই

এই গুলা সম্পূর্ণ আবেগ এর বসে

বলছেন।

যখন বিবেক এর কাছে হেরে যাবেন তখন

মেনে নিতে বাধ্য হবেন।

মনে করেন আপনার প্রেমিকার অন্য কারো

সাথে বিয়ে হয়ে গেছে তখন কী করবেন!/??

কিছু করার থাকবে তখন!???

ভাই মা বাবা কখনো সন্তান এর খারাপ চাই না 

তারা চাই তাদের সন্তান জেনো ভালো থাকে

এবং সন্তান এর জন্য সেরা টা খোঁজে

আমার মতে মা বাবা কে কষ্ট দেওয়া উচিত

হবে না

তাদের কথা মেনে নিয়েন।

এতে আপনার ভালো হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

প্রেমকা ছাড়াই আপনাকে বাচঁতে হবে। ৯৫% প্রেমিক প্রেমিকাদের বিয়ে হয়না, তারা কি বাচেঁনা? প্রেমের জন্য পরিবার বিসর্জন দেয়া, বা জীবন বিসর্জন দেয়া চরম বোকামি। যেভাবেই হোক নিজেকে কন্ট্রোল করুন। গান কম শুনুন, প্রেমের ছবি কম দেখুন। সবসময় নিজেকে ব্যস্ত রাখুন। তা হলেই তাকে ভুলতে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

এটা ভুল বললেন,যে আপনি তাকে ছাড়া বাচবেন না।আর সেও আপনাকে ছাড়া বাচবে না।মনে রাখবেন,কাউকে ছাড়া বেচে থাকা অসম্ভব নয়।একটা গার্লফ্রেন্ড/বয়ফ্রেন্ড কখনোই একটা জীবন হতে পারেনা।এটা শুধু জীবনের একটা অংশ।জীবনটা একটা বই।আর এসব সম্পর্ক হলো একটা অধ্যায়।একটা অধ্যায়ের জন্য কখনোই একটা বইকে বাতিল বলা বা করা চলে না।এটা অবশ্যই বোকামি।এখানে আপনার করার কিছু করার বা বলার নেই।যা করার মেয়েটাকে করতে হবে।হয়ত আপনাকে ধরতে হবে নয়ত তার পরিবারকে ধরতে হবে।তবে পরিবারকে কষ্ট দেয়া নিঃসন্দেহে বোকামি হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ