উল্লেখ্য, আমার আইডি ফেসবুক ডিএক্টিব করে দিয়েছিল এবং পুনরায় তা রিকভার করেছিলাম। এছাড়া,এই আইডিতে আগে সাধারনত ৬০+ কমেন্ট হতো। আমার ধারনা আমার পোস্টের রিচ কমিয়ে দিয়েছে তাই হেল্প পোস্টে ও কোন লাইক বা কমেন্ট হয়না। কেউ জানলে এটার সমাধান জানাবেন। এটা আমার প্রয়োজনীয় আইডি।
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আইডি ডিঅ্যাক্টিভ করার পর আবার অ্যাক্টিভ করার কারনে

আপনার টাইমলাইনে বা গ্রুপে লাইক, কমেন্ট কমবে না।

আপনি একবার পোস্ট প্রাইভেসি চেক করেন

Post privacy যদি অনলিমি থাকে তাঁহলে আপনার

 পোস্ট আপনি ছাড়া কেউ দেখতে পাবে না।অনলিমি থাকলে

Post privacy পাবলিক করে নিন।

এবং গ্রুপ পোস্ট দেখেন পাবলিক আছে কিনা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ